PIB Fact Check: রেশন কার্ড থাকলেই বিনামূল্যে স্মার্টফোন দেবে কেন্দ্র? আসল সত্যিটা কী জানুন…
Smartphones for Free: বিভিন্ন পোস্টে দাবি করা হয়েছে, কেন্দ্রীয় সরকারের তরফে প্রত্যেক পরিবারের কমপক্ষে ২ জন সদস্যকে বিনামূল্যে স্মার্টফোন দেওয়া হবে। পাশাপাশি ১০ হাজার ২০০ টাকাও দেওয়া হবে।
নয়া দিল্লি: জনসাধারণের মঙ্গল ও উন্নয়নের জন্য কেন্দ্রের তরফে আনা হয়েছে শতাধিক প্রকল্প। এই প্রকল্পগুলিতে কোটি কোটি মানুষ উপকৃত হন। তা সে জনধন যোজনাই হোক বা উজ্জ্বলা যোজনা কিংবা সুকন্য়া সম্মৃদ্ধি যোজনা। মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষরাই মূলত সরকারি প্রকল্পে উপকৃত হন। তবে সম্প্রতিই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হয়েছে, কেন্দ্রীয় সরকার বিনামূল্যে স্মার্টফোন দিচ্ছে। কেন্দ্রের এই প্রকল্পের অধীনে সমস্ত রেশন কার্ড হোল্ডারদের বিনামূল্যে স্মার্টফোন দেওয়া হবে। কিন্তু এই তথ্য কি আদৌই সত্যি?
ভাইরাল হওয়া বিভিন্ন পোস্টে দাবি করা হয়েছে, কেন্দ্রীয় সরকারের তরফে প্রত্যেক পরিবারের কমপক্ষে ২ জন সদস্যকে বিনামূল্যে স্মার্টফোন দেওয়া হবে। পাশাপাশি ১০ হাজার ২০০ টাকাও দেওয়া হবে। এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য গ্রাহকদের রেশন কার্ড থাকা বাধ্যতামূলক।
#YouTube चैनल Sarkari Vlog के वीडियो में दावा किया गया है कि ‘फ्री स्मार्टफोन योजना 2023’ के तहत केंद्र सरकार प्रत्येक परिवार के 2 सदस्यों को स्मार्टफोन लेने के लिए उनके खाते में ₹10,200 दे रही है#PIBFactCheck
▶️यह दावा फर्जी है
▶️ केंद्र सरकार ऐसी कोई योजना नहीं चला रही है pic.twitter.com/vbdVU1XY7U
— PIB Fact Check (@PIBFactCheck) July 13, 2023
যদিও কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, এই তথ্য সম্পূর্ণ ভুয়ো। কেন্দ্রের সত্যতা যাচাই সংস্থা পিআইবি-র তরফে জানানো হয়েছে, ইন্টারনেটে এই প্রকল্প নিয়ে যে দাবি করা হচ্ছে, চা ভুয়ো। কেন্দ্রীয় সরকারের তরফে এমন কোনও প্রকল্প আনা হয়নি। যে ইউটিউব চ্যানেলটি এই ভুয়ো তথ্য প্রকাশ করেছে, তারও নাম উল্লেখ করেছে পিআইবি।