ভুয়ো লোন অ্যাপের রমরমা রুখতে নতুন নিয়ম আনছে RBI

এমন অনেক অ্যাপ বাজারে রয়েছে যা লোন দেওয়ার নামে প্রতারণার ফাঁদে ফেলে সাধারণ নাগরিকদের। টাকা পয়সা হাতিয়ে নেওয়ার ঘটনাও ঘটে। এই ধরনের প্রতারণা বন্ধ করতে নতুন উদ্যোগ নিল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (আরবিআই)।

ভুয়ো লোন অ্যাপের রমরমা রুখতে নতুন নিয়ম আনছে RBI
রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। ফাইল ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 20, 2023 | 8:00 AM

নয়াদিল্লি: ডিজিটাল যুগে ব্যাঙ্কিং ব্যবস্থাতেও বড়সড় বদল এসেছে। এখন ব্যাঙ্কিং সংক্রান্ত কাজের জন্য সব সময় ব্যাঙ্কের শাখায় যাওয়ার প্রয়োজন পড়ে না। অ্যাপের মাধ্যমেই সেরে ফেলা যায় যাবতীয় কাজ কর্ম। কিন্তু ডিজিটাল যুগে প্রতারণার জালও কম বিস্তৃত নয়। এমন অনেক অ্যাপ বাজারে রয়েছে যা লোন দেওয়ার নামে প্রতারণার ফাঁদে ফেলে সাধারণ নাগরিকদের। টাকা পয়সা হাতিয়ে নেওয়ার ঘটনাও ঘটে। এই ধরনের প্রতারণা বন্ধ করতে নতুন উদ্যোগ নিল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (আরবিআই)। লোন দেওয়ার নামে প্রতারণার সঙ্গে যুক্ত অ্যাপের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন সিস্টেম তৈরি করছে আরবিআই। এর মাধ্যমেই প্রতারণার সঙ্গে যুক্ত কারবারীরা ধরাশায়ী হবে।

দেশের মধ্যে আর্থিক পরিষেবার সঙ্গে যুক্ত হলে কোনও সংস্থাকে নিতে হয় ব্যাঙ্কিং রেগুলেটরি সিস্টেমের অনুমোদন। কিন্তু অবৈধ ভাবে গজিয়ে ওঠা অনেক সংস্থারই এই অনুমোদন থাকে না। কিন্তু সাধারণ মানুষের পক্ষে এই অনুমোদনের বিষয়ে খোঁজ করা সম্ভব হয় না। তার জন্য নতুন উদ্যোগ নিতে চলেছে আরবিআই।

জানা গিয়েছে, সম্প্রতি আরবিআই নন ব্যাঙ্কিং ফিনান্স কোম্পানিগুলির থেকে তাদের সংশিষ্ট অ্যাপের তালিকা ও তৎ সংক্রান্ত তথ্য চেয়েছে। এই তালিকা অর্থ মন্ত্রকেও পাঠাবে রিজার্ভ ব্যাঙ্ক। এই সব তালিকার বাইরে থাকা লোন অ্যাপগুলির বিরুদ্ধে এর পরই ব্যবস্থা নেওয়া শুরু করবে আরবিআই। আরবিআই নতুন সিস্টেম চালু করলেই এই অ্যাপগুলির সমস্যা বাড়বে। এ বিষয়ে নজরদারিও চলবে। তার জেরে ঝাঁপ গোটাতে হতে পারে প্রতারণার সঙ্গে জড়িতদের।