Nita Ambani: চলতি বছরই গাঁটছড়া বাঁধতে চলেছেন মুকেশ-পুত্র, নিজের হাতে আমন্ত্রণ পত্র লিখলেন নীতা আম্বানি

Ambani's son's pre weeding card: অনন্ত ও রাধিকার আংটি বদল সম্পন্ন হয়েছে গত বছর। সেই অনুষ্ঠানও ধূমধামের সঙ্গে হয়েছিল। আমন্ত্রিত ছিলেন একাধিক শিল্পপতি। এবার গুজরাটের জামনগরে রিলায়েন্স গ্রিনসে বসতে চলেছে তাঁদের প্রাক-বিবাহ অনুষ্ঠান। সেই অনুষ্ঠানেরই আমন্ত্রণপত্র নিজের হাতে লিখলেন মুকেশ-ঘরণী নীতা আম্বানি।

Nita Ambani: চলতি বছরই গাঁটছড়া বাঁধতে চলেছেন মুকেশ-পুত্র, নিজের হাতে আমন্ত্রণ পত্র লিখলেন নীতা আম্বানি
অনন্ত-রাধিকার সঙ্গে মুকেশ আম্বানি ও নীতা আম্বানি। Image Credit source: Reuters
Follow Us:
| Updated on: Jan 13, 2024 | 9:07 PM

মুম্বই: আংটি বদল আগেই হয়েছিল। এবার চলতি বছরই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি। রাধিকা বণিকের সঙ্গেই গাঁটছড়া বাঁধতে চলেছেন অনন্ত আম্বানি। আর ছোট ছেলের বিয়ের কার্ড নিজের হাতে লিখলেন মুকেশ-ঘরণী নীতা আম্বানি। যা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

রাধিকা-অনন্তর প্রাক-বিবাহ অনুষ্ঠান শুরু হচ্ছে আগামী ১ মার্চ থেকে ৩ মার্চ পর্যন্ত গুজরাটের জামনগরে। সেকথা উল্লেখ করে আমন্ত্রণপত্রে নীতা আম্বানি লিখেছেন, “শ্রীমতি কোকিলাবেন এবং শ্রী ধীরুভাই আম্বানি, শ্রীমতি পূর্ণিমাবেন এবং শ্রী রবীন্দ্রভাই দালালের আশীর্বাদে, রাধিকার সঙ্গে আমাদের ছেলে অনন্ত ও শ্রীমতী শৈল ও শ্রী বীরেন বণিকের মেয়ে রাধিকার প্রাক-বিবাহের উদযাপনে আপনাকে আমন্ত্রণ জানাতে পেরে আমরা আনন্দিত।”

অনন্ত ও রাধিকার আংটি বদল সম্পন্ন হয়েছে গত বছর। সেই অনুষ্ঠানও ধূমধামের সঙ্গে হয়েছিল। আমন্ত্রিত ছিলেন একাধিক শিল্পপতি। এবার গুজরাটের জামনগরে রিলায়েন্স গ্রিনসে বসতে চলেছে তাঁদের প্রাক-বিবাহ অনুষ্ঠান। জামনগরে রিলায়েন্স গ্রিনস রিলায়েন্সের তৈরি বিশ্বের বৃহত্তম তৃণমূল স্করে মাল্টি কমপ্লেক্স। যেখানে বছরের পর বছর ধরে আম্বানি পরিবার ১ কোটির বেশি চারাগাছ রোপণ করেছেন বলে একটি নোটে উল্লেখ করেছেন মুকেশ আম্বানি ও নীতা আম্বানি।

প্রসঙ্গত, বর্তমানে রিলায়েন্স রিটেল ভেঞ্চার্স ও জিও-র ডিরেক্টর বোর্ডে রয়েছেন অনন্ত আম্বানি। অন্যদিকে, এনকোর হেল্থ ফার্মাসিউটিক্যাল কোম্পানির সিইও বীরেন বণিকের মেয়ে রাধিকা বণিক বর্তমানে এই সংস্থার ডিরেক্টর। তিনি নিউ ইয়র্ক ইউনিভার্সিটির স্নাতক এবং ভারতীয় শাস্ত্রীয় নৃত্যশিল্পী। ২০২২ সালে মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড সেন্টারের গ্র্যান্ড থিয়েটারে নৃত্যও পরিবেশন করেছেন তিনি।