New GST Rule: চাল, ডাল, আটাতেও বসেছে GST, তবে কোন ক্ষেত্রে মিলবে ছাড়? জানুন
New GST Rule: ১ জুলাই থেকে প্যাকেটজাত পণ্যের ওপরে জিএসটি বসানোর কথা ঘোষণা করেছিল কেন্দ্র। ১৮ জুলাই থেকে তা কার্যকর হয়েছে।
নয়া দিল্লি : এত দিন পর্যন্ত কেবল ব্র্যান্ডেড জিনিসের ওপরেই জিএসটি ধার্য করা ছিল। তবে এবার কেন্দ্রের নয়া সিদ্ধান্তে জিএসটি কার্যকর হয়েছে নিত্য প্রয়োজনীয় বেশ কিছু জিনিসের ওপরেই। কেন্দ্রের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে বিরোধীরা। তবে, বেশ কিছু ক্ষেত্রে এই জিএসটি থেকে অব্যাহতি পাওয়া যেতে পারে। চাল, ডাল, আটার ক্ষেত্রেও জিএসটি ধার্য হওয়ায় মধ্যবিত্তের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। তবে সব ক্ষেত্রেই যে জিএসটি দিতে হবে না, সেটাই জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।
মঙ্গলবার টুইট করে তিনি জানিয়েছেন, কোনও কোনও ক্ষেত্রে জিএসটি ধার্য করা হবে না। মঙ্গলবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী একাধিক টুইট করেছেন। সেখানে তিনি জানিয়েছেন, এই সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত্র জরুরি ছিল। সংশ্লিষ্ট আধিকারিক ও মন্ত্রীদের অনুমোদনের পর জিএসটি কাউন্সিল শিলমোহর দেওয়াতেই এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।
To conclude: this decision was a much-needed one to curb tax leakage. It was considered at various levels including by officers, the Group of Ministers, and was finally recommended by the GST Council with the complete consensus of all members. (14/14)
— Nirmala Sitharaman (@nsitharaman) July 19, 2022
তিনি আরও জানিয়েছেন, বেশ কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস খোলা বিক্রি হলে অর্থাৎ লেবেল বা প্যাকিং না থাকলে, জিএসটি দিতে হবে না। সেই তালিকায় রয়েছে, চাল, ডাল, আটা, ওটস, গম, সুজি, বেসন, দই বা লস্যি।
The @GST_Council has exempt from GST, all items specified below in the list, when sold loose, and not pre-packed or pre-labeled.
They will not attract any GST.
The decision is of the @GST_Council and no one member. The process of decision making is given below in 14 tweets. pic.twitter.com/U21L0dW8oG
— Nirmala Sitharaman (@nsitharaman) July 19, 2022
কেন্দ্রের তরফে ১ জুলাই থেকে নতুন জিএসটি ধার্য করার কথা ঘোষণা করা হয়েছিল। প্যাকেটজাত পণ্যের ওপরে জিএসটি বসবে বলে জানানো হয়েছিল। ১৮ জুলাই অর্থাৎ সোমবার থেকে কার্যকর হয়েছে সেই নয়া জিএসটি। তবে সোমবারই কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ২৫ কেজি পর্যন্ত দ্রব্যের প্যাকেটে জিএসটি বসবে, তার বেশি ওজন হলে আর জিএসটি-র আওতায় পড়বে না।