Credit Card Rules: Credit Card-র বিল মেটাতে ভুলে গিয়েছে? এখন কী করবেন জানেন?

যদি ডিউ ডেট পেরিয়ে যায়, তবে গ্রাহকরা ৩দিনের মধ্যে বকেয়া টাকা মেটানোর সুযোগ পাবেন।

Credit Card Rules: Credit Card-র বিল মেটাতে ভুলে গিয়েছে? এখন কী করবেন জানেন?
ছবি- প্রতীকী চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Oct 12, 2022 | 9:13 PM

বর্তমান এই সময়ে প্রচুর মানুষই ক্রেডিট কার্ড (Credit Card) ব্যবহার করে থাকেন। ব্যাঙ্কের পক্ষ থেকে গ্রাহকদের ক্রেডিট কার্ড দেওয়া হয়। ক্রেডিট কার্ড ব্যবহারের একাধিক সুযোগ সুবিধা রয়েছে। কেনাকেটার ওপর যেমন আকর্ষণীয় ছাড় মেলে, তেমনই কেনকাটা করলে বা অন্য কোনও কাজে ক্রেডিট কার্ড ব্যবহার করলে ব্যাঙ্ককে (Bank) টাকা ফেরত দেওয়ার জন্য বেশ কিছুদিন সময় মেলে। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্য যদি ব্যাঙ্কের টাকা মিটিয়ে দিতে না পারেন, তাহলে কী হবে ভেবে দেখেছেন? এমনটা হলে সংশ্লিষ্ট গ্রাহকের CIBIL score কমে যাবে এবং সেই কারণে তাঁকে সুদ সহ লেট ফিয়ের পাশাপাশি বকেয়া টাকাও ফেরত দিতে হবে।

এখন প্রশ্ন হচ্ছে কোনও ক্রেডিট কার্ড গ্রাহক যদি কোনও সমস্যার জন্য নির্দিষ্ট সময়ে টাকা মেটাতে না পারেন অথবা বকেয়া মেটানোর দিন ভুলে যান, তবে কী হবে? এক্ষেত্রে ক্রেডিট কার্ড গ্রাহকদের জন্য বেশ কিছু সুবিধা রয়েছে। যদি ডিউ ডেট পেরিয়ে যায়, তবে গ্রাহকরা ৩দিনের মধ্যে বকেয়া টাকা মেটানোর সুযোগ পাবেন। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার নির্দেশিকা অনুযায়ী ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা “past due” ক্লেম করতে পারেন।

কার্ড-ইস্যুকারীরা একটি ক্রেডিট কার্ড অ্যাকাউন্টকে ক্রেডিট ইনফরমেশন কোম্পানির কাছে “past due” হিসেবে দাবি করবে এবং শাস্তি হিসেবে তাদের থেকে বাড়তি চার্জ দিতে হবে। আরবিআইয়ের ৩ দিনের ডিউ ডেট অতিক্রম হওয়ার পর যতদিন দেরি হবে, সেই অনুযায়ী গ্রাহককে চার্জ দিতে হবে। আরবিআই-এর প্রধান নির্দেশ অনুসারে, সুদ, বিলম্বে অর্থপ্রদানের চার্জ এবং অন্যান্য সম্পর্কিত চার্জগুলি নির্ধারিত তারিখের পরে বকেয়া পরিমাণের উপর ধার্য করা যেতে পারে