Amazon-এর সঙ্গে এই ব্যবসায় কোটি কোটি আয়, পণ্য পাঠাতে পারেন বিদেশে

Amazon Business: বিশ্বের অনেক বাজারেই 'মেড ইন ইন্ডিয়া' অর্থাৎ ভারতে তৈরি পণ্যের চাহিদাও অনেক বেড়েছে বলে জানিয়েছেন অ্যামাজনের এই কর্তা। তোয়ালে, পাটের তৈরি মাদুর, শিশুদের রোবোটিক গেম সহ বিভিন্ন পণ্যের চাহিদা রয়েছে অনেক বেশি।

Amazon-এর সঙ্গে এই ব্যবসায় কোটি কোটি আয়, পণ্য পাঠাতে পারেন বিদেশে
অ্যামাজনImage Credit source: Amazon
Follow Us:
| Edited By: | Updated on: Nov 19, 2023 | 6:16 AM

নয়া দিল্লি: অন্যতম ই-কমার্স সংস্থা Amazon-এর সঙ্গে ব্যবসা করে বিপুল টাকা আয় করতে পারেন। না, শুধুমাত্র পণ্য দেশের বাজারে বিক্রি করে নয়, পণ্য বিক্রি করে পাঠাতে পারেন বিদেশেও। কারণ অ্যামাজন ভারতে তাদের ব্যবসা আরও সম্প্রসারিত করতে চলেছে। মূলত রফতানির ক্ষেত্রেই এই সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারত থেকে রফতানি আরও বাড়াতে চলেছে অ্যামাজন। ফলে পণ্য সরবরাহকারীদের সংখ্যা আরও বাড়াতে হবে। অর্থাৎ আপনি যদি কোনও পণ্য উৎপাদন করতে পারেন, তবে আপনিও এই সুযোগটি ব্যবহার করতে পারেন।

অ্যামাজন বলছে যে ভারত থেকে রফতানির পরিমাণ বাড়িয়ে ১.৬৬ লক্ষ কোটি করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ২০২৫-এর মধ্যেই সেই লক্ষ্যমাত্রায় পৌঁছনো যাবে। অ্যামাজনের গ্লোবাল ট্রেড শাখার ডিরেক্টর ভূপেন ওয়াকাঙ্কর রয়টার্সকে জানিয়েছেন যে ব্যবসা সম্প্রসারণে এখন ব্যস্ত তারা।

বিশ্বের অনেক বাজারেই ‘মেড ইন ইন্ডিয়া’ অর্থাৎ ভারতে তৈরি পণ্যের চাহিদাও অনেক বেড়েছে বলে জানিয়েছেন অ্যামাজনের এই কর্তা। তোয়ালে, পাটের তৈরি মাদুর, শিশুদের রোবোটিক গেম সহ বিভিন্ন পণ্যের চাহিদা রয়েছে অনেক বেশি।

উল্লেখ্য, অ্যামাজন ২০১৫ সাল থেকে বিদেশে ভারতীয় পণ্য রফতানি শুরু করেছে। এ জন্য চালু করা হয়েছে অ্যামাজন গ্লোবাল ট্রেড সার্ভিস। খুব কম ব্যবসায়ী বা সরবরাহকারী এতদিন এই ব্যবসায় অ্যামাজনের সঙ্গে যুক্ত ছিলেন। এখন এক লক্ষের বেশি ক্ষুদ্র নির্মাতারা এই কর্মসূচির অংশ। এমনকী কর্পোরেট চাকরি ছেড়ে প্রথমবার রফতানি ব্যবসায় যুক্ত হয়েছেন, এমন অনেকেও আছেন তাঁদের মধ্যে।