Onion Price: মধ্যবিত্তের ‘চোখে জল’ আনবে পেঁয়াজ, দাম হতে পারে দ্বিগুণ
Onion Price: অগস্টের শেষের দিকেই পাইকারি বাজারে পেঁয়াজের দাম রেকর্ড হারে বাড়তে পারে বলেও আশঙ্কা রয়েছে।
নয়া দিল্লি: সারা দেশে টমেটোর দাম কার্যত আগুন। কয়েক মাস কেটে গেলেও এখনও নিয়ন্ত্রণে আসেনি দাম। সম্প্রতি কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে আশ্বাস দেওয়া হয়েছে টমেটোর দাম নিয়ন্ত্রণে আসবে। এবার কি তবে পেঁয়াজের পালা! চোখে জল আনবে পেঁয়াজ, এমনই আঁচ পাচ্ছেন ব্যবসায়ীরা। বিশ্লেষকরা বলছেন, বেশি দেরি নেই, আগামী মাসেই পেঁয়াজের দাম বেড়ে দ্বিগুণ হয়ে যেতে পারে। বর্তমানে যে পেঁয়াজ ২৮ থেকে ৩২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, আগামী মাসে তা বেড়ে প্রতি কেজিতে ৭০ থেকে ৮০ টাকা হয়ে যেতে পারে।
অগস্টের শেষের দিকেই পাইকারি বাজারে পেঁয়াজের দাম রেকর্ড হারে বাড়তে পারে বলেও আশঙ্কা রয়েছে। মূলত জোগান কমে যাওয়ার কারণেই এই মূল্যবৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে। ‘ক্রিসিল মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালিটিক্সে’র রিপোর্ট অনুযায়ী, দাম বাড়লেও ২০২০ সালের মতো মূল্য বৃদ্ধি হবে না।
তবে দাম বাড়বে খুব বেশি দিনের জন্য নয়। ১৫ থেকে ২০ দিন এই অবস্থা থাকবে। জানা গিয়েছে, বৃষ্টি ও বন্যার প্রভাব পড়তে শুরু করেছে পেঁয়াজ চাষে। রাজস্থান, মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্র থেকে পেঁয়াজের জোগান ক্রমশ কমছে। সে কারণেই দাম বাড়তে শুরু করেছে। অর্থাৎ জোগান বাড়লে আবারও দাম বাড়তে শুরু করবে।