Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ঘুরে দাঁড়াল Paytm, এভাবেই লাফিয়ে লাফিয়ে বাড়ল সংস্থার আয়

Paytm: পেটিএম সম্প্রতিই  তাদের একাধিক পরিষেবাগুলি উন্নত করেছে। ইউপিআই পেমেন্ট পরিষেবা ছাড়াও কিউআর কোড পেমেন্ট পরিষেবা, সাউন্ড বক্স ও অন্য়ান্য আর্থিক পরিষেবাগুলির উপরে বিশেষ ফোকাস দিয়েছে।  

ঘুরে দাঁড়াল Paytm, এভাবেই লাফিয়ে লাফিয়ে বাড়ল সংস্থার আয়
পেটিএম।
Follow Us:
| Updated on: Jul 19, 2024 | 5:04 PM

নয়া দিল্লি:  দেশের বৃহত্তম ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্মগুলির মধ্যে অন্যতম পেটিএম (Paytm)। পেটিএম যে সংস্থার মালিকানাধীন, সেই ওয়ান ৯৭ কমিউনিকেশন-র শক্তি ও সাফল্য আবারও দৃশ্যমান। প্রতি ত্রৈমাসিকেই সংস্থার রাজস্ব বেড়ে চলেছে। চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিক শেষে (এপ্রিল-জুন) সংস্থার রাজস্ব ১৫০০ কোটি টাকা পার করল।

পেটিএম সম্প্রতিই  তাদের একাধিক পরিষেবাগুলি উন্নত করেছে। ইউপিআই পেমেন্ট পরিষেবা ছাড়াও কিউআর কোড পেমেন্ট পরিষেবা, সাউন্ড বক্স ও অন্য়ান্য আর্থিক পরিষেবাগুলির উপরে বিশেষ ফোকাস দিয়েছে।

দেশের সবচেয়ে বড় আইপিও নিয়ে এসেছে পেটিএম। কোম্পানির প্রতিষ্ঠাতা বিজয় শেখর শর্মা সম্প্রতি অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন, যার প্রভাব সংস্থার রাজস্ব ও কার্যকারিতায় দৃশ্যমান। সম্প্রতি কোম্পানিটি তাদের ত্রৈমাসিক ফলাফল ঘোষণা করেছে। আয়ের উন্নতির কারণে কোম্পানির সামগ্রিক লোকসান কমেছে।

পেটিএম-র অপারেটিং আয়-

শেয়ার বাজারে দেওয়া তথ্য অনুযায়ী, পেটিএম জানিয়েছে যে এপ্রিল-জুন মাসে তাদের অপারেটিং আয় ছিল ১৫০২ কোটি টাকা। কর প্রদানের আগে, কোম্পানির আয় গণনার পর (EBITDA) নিট বা মোট লোকসান হয়েছে ৭৯২ কোটি টাকা। সংস্থাটি জানিয়েছে, ভাল আয়ের কারণে আগামী সময়ে এর মুনাফাও বাড়বে বলে আশা করা হচ্ছে।

জানা গিয়েছে, আর্থিক পরিষেবা থেকে কোম্পানির আয় ছিল ২৮০ কোটি টাকা। যেখানে কোম্পানি বিপণন পরিষেবা থেকে ৩২১ কোটি টাকা আয় করেছে ৷ কোম্পানির লাভ মার্জিন ৫০ শতাংশ হয়েছে, যার ফলে মুনাফা হয়েছে ৭৫৫ কোটি টাকা। কোম্পানির ব্যালেন্স শিটে ব্যাপক উন্নতি হয়েছে এবং ৮১০৮ কোটি টাকা রয়েছে সংস্থার অ্যাকাউন্টে।

পেটিএম-র মুখপাত্র বলেছেন, “আমাদের গ্রাহক বেস স্থিতিশীল হয়ে উঠেছে। মার্চেন্ট অপারেটিং মেট্রিক্সে উন্নতি হয়েছে। এটি আগামিদিনে আরও ভাল লাভের আশা করছি।”

পেটিএমের বাউন্স ব্যাকের কারণ-

পেটিএম তার আর্থিক সাফল্যের কারণ হিসাবে বলেছে যে তার মার্চেন্ট পেমেন্ট অপারেটিং ব্যবসা ২০২৪ সালের জানুয়ারি মাসের স্তরে ফিরে এসেছে। দোকানিরা ফের কিউআর কোড এবং সাউন্ডবক্স ইনস্টল করা শুরু করেছে। কোম্পানির ব্যবসায়িক গ্রাহক সংখ্যা উন্নত হয়েছে এবং এখন তা ১.০৯ কোটি টাকায় পৌঁছেছে।

একইভাবে, পেটিএম প্ল্যাটফর্মে করা মোট ব্যবসার মান (GMV)ও জানুয়ারি মাসের স্তরে ফিরে এসেছে। শেষ ত্রৈমাসিকে লাভের অঙ্ক ছিল ৪.৩ লক্ষ কোটি টাকা। এছাড়াও, কোম্পানিটি খরচ কমানোর দিকেও বিশেষ মনোযোগ দিচ্ছে।

বৈঠকে আইটিসি হোটেলস, আসবে কোনও বিরাট খবর?
বৈঠকে আইটিসি হোটেলস, আসবে কোনও বিরাট খবর?
সামান্য বাড়ল দুই বেঞ্চমার্ক নিফটি-সেনসেক্স, পড়ল জাপানি সূচক নিক্কেই!
সামান্য বাড়ল দুই বেঞ্চমার্ক নিফটি-সেনসেক্স, পড়ল জাপানি সূচক নিক্কেই!
'নির্মম' হায়দরাবাদ ব্যাটিংয়ের বিরুদ্ধে ঋষভ পন্থদের অগ্নিপরীক্ষা!
'নির্মম' হায়দরাবাদ ব্যাটিংয়ের বিরুদ্ধে ঋষভ পন্থদের অগ্নিপরীক্ষা!
বিগ্নেশ থেকে দিগ্বেশ, আইপিএলে ম্যাজিক স্পিনার!
বিগ্নেশ থেকে দিগ্বেশ, আইপিএলে ম্যাজিক স্পিনার!
সেই মাঠ, যোগ হয়েছে ঈশান কিষাণ, ফায়ারিং স্কোয়াডের সামনে ঋষভ পন্থ?
সেই মাঠ, যোগ হয়েছে ঈশান কিষাণ, ফায়ারিং স্কোয়াডের সামনে ঋষভ পন্থ?
প্রীতি-পন্টিংয়ের মন কেড়ে আইপিএলে শুরুতেই ধামাকা!
প্রীতি-পন্টিংয়ের মন কেড়ে আইপিএলে শুরুতেই ধামাকা!
কোটি-কোটি টাকার বরাত, এবার বিনিয়োগকারীদের মালামাল করবে এই শেয়ার?
কোটি-কোটি টাকার বরাত, এবার বিনিয়োগকারীদের মালামাল করবে এই শেয়ার?
বাজার তলানিতে, ক্ষ্যাপা ষাঁড়ের মতো দৌড়তে প্রস্তুত এই সংস্থার শেয়ার!
বাজার তলানিতে, ক্ষ্যাপা ষাঁড়ের মতো দৌড়তে প্রস্তুত এই সংস্থার শেয়ার!
'তৃণমূল আসার পর বাংলায় RSS-এর শাখার সংখ্যা বেড়েছে ৬ গুন'
'তৃণমূল আসার পর বাংলায় RSS-এর শাখার সংখ্যা বেড়েছে ৬ গুন'
'গতবছর পশ্চিমবঙ্গের ২২২৭টি কোম্পানি ঠিকানা বদল করেছে'
'গতবছর পশ্চিমবঙ্গের ২২২৭টি কোম্পানি ঠিকানা বদল করেছে'