Akshaya Tritiya 2023: এখন কি শুধু হলমার্ক করা সোনার কয়েনই কেনা যাবে? বুঝে নিন পুরো নিয়ম
Gold coins buying rules: ১ এপ্রিল থেকে দেশে বেশ কিছু সোনার পণ্যে হলমার্কিং বাধ্যতামূলক হয়েছে। আপনি যদি অক্ষয় তৃতীয়া উপলক্ষে সোনার কয়েন কেনার পরিকল্পনা করেন, তাহলে সেই কয়েনেও কি হলমার্ক লাগবে? জেনে নিন পুরো নিয়ম।
নয়া দিল্লি: চলতি বছরের ২২ এপ্রিল অক্ষয় তৃতীয়া। এই দিনে সোনা কেনা শুভ বলে মনে করা হয়। আপনিও কি যদি এই দিনে সোনা কেনার পরিকল্পনা করেছেন? তাহলে আপনার জেনে রাখা উচিত যে, ১ এপ্রিল থেকে সোনার ওপর হলমার্কিং করা বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু একই নিয়ম কি স্বর্ণমুদ্রার ক্ষেত্রেও প্রযোজ্য? আসলে, শুধুমাত্র সোনার গয়না এবং সাজসজ্জার জিনিসপত্রের জন্য হলমার্ক করার নিয়ম বাধ্যতামূলক করা হয়েছে। অর্থাৎ সোনার গয়না বা অন্য কোনও জিনিস কিনলে তাতে হলমার্ক থাকা আবশ্যক। এছাড়া, হোয়াইট গোল্ডের খাদ দিয়ে তৈরি পণ্য কিনলে হলমার্কিং বাধ্যতামূলক হবে।
কোন স্বর্ণমুদ্রায় থাকে হলমার্ক?
হলমার্কিং নিয়ম অনুযায়ী, স্বর্ণমুদ্রায় হলমার্কিং করা বাধ্যতামূলক নয়। ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস বা বিআইএস-এর ওয়েবসাইট অনুসারে, বাধ্যতামূলক হলমার্কিংয়ের নিয়ম শুধুমাত্র গয়না এবং সাজসজ্জার জিনিসগুলির জন্য প্রযোজ্য। তবে, বিআইএস অনুমোদিত শোধনাগার বা টাকশাল ৯৯৯ এবং ৯৯৫ বিশুদ্ধতার হলমার্কযুক্ত স্বর্ণমুদ্রা তৈরি করতে পারে। বিআইএস-এর ওয়েবসাইট অনুসারে, ২০২২ সালের ১৯ জানুয়ারি পর্যন্ত, দেশে স্বীকৃত শোধনাগারের সংখ্যা ৪৩। বিআইএস-এর সাইটে গিয়ে তাদের তালিকা দেখে নিতে পারেন।
কয়েনেও হলমার্কিং বাধ্যতামূলক হবে?
বিআইএস-এর জেনারেল ডিরেক্টর প্রমোদ কুমার তিওয়ারি বলেছেন, গয়না এবং অন্যান্য পণ্যগুলিতে হলমার্কিং বাধ্যতামূলক করার পর, সরকার সোনার কয়েনেও হলমার্কিং বাধ্যতামূলক করতে পারে। এর জন্য বিধিমালাও প্রণয়ন করা হয়েছে। সোনার কয়েনকেও যদি বাধ্যতামূলক হলমার্কিংয়ের আওতায় আনা হয়, তাহলে কয়েনের বিশুদ্ধতা পরীক্ষা করতে গ্রাহকদের কোনও সমস্যা হবে না। একই সঙ্গে খাঁটি সোনার গয়নার পর দেশে খাঁটি সোনার কয়েনও উপলব্ধ হবে।
হলমার্কিং কী?
হলমার্কিং কোনও বস্তু, গয়না বা মুদ্রায় বিশুদ্ধ সোনার পরিমাণ মূল্যায়ন করে এবং তার উপর ভিত্তি করে একটি সরকারি নথি জারি করে। ভারতে এর জন্য একটি বিশেষ চিহ্নও রয়েছে, যা গয়না ইত্যাদির উপর দেওয়া থাকে। যে কোনও পণ্য হলমার্ক করার খরচ ইউনিট প্রতি ৩৫ টাকা।