Interest Rates on FD: উৎসবের মরশুম ৭ দিনে দু’বার FD-তে সুদের হার বাড়াল এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক
Interest Rates on FD: ফের স্থায়ী আমানতে সুদের হার বাড়াল PNB। ২৬ অক্টোবর থেকেই কার্যকর হয়েছে নয়া সুদের হার।
উৎসবের মেজাজে গ্রাহকদের জন্য সুখবর। ফের স্থায়ী আমানতে (Fixed Deposits) সুদের হার বাড়াল পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (Punjab National Bank)। ২ কোটি টাকার নীচে স্থায়ী আমানতে সুদের হার বাড়িয়েছে এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। বুধবার (২৬ অক্টোবর) থেকে এই নয়া সুদের হার কার্যকর হয়েছে। এর আগে গত সপ্তাহেই ১৯ তারিখ স্থায়ী আমানতে সুদের হার বাড়িয়েছিল PNB। ফের এক সপ্তাহের ব্যবধানেই আবার সুদের হার বাড়ল এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের।
প্রসঙ্গত, কিছুদিন আগেই স্থায়ী আমানতে সুদের হার বাড়িয়েছিল দেশের সর্ববৃহৎ রাষ্টায়াত্ত ব্যাঙ্ক SBI। আজ থেকে স্থায়ী আমানতে ৭৫ বেসিস পয়েন্ট অবধি সুদের হার বাড়াল PNB। ব্যাঙ্কের ওয়েবসাইট অনুযায়ী, ‘৫ বছর অবধি ২ কোটি টাকার নীচের কোনও স্থায়ী আমানতের ক্ষেত্রে ৬০ থেকে ৮০ অবধি বছরের প্রবীণ নাগরিকরা ৫০ বেসিস পয়েন্ট পর্যন্ত অতিরিক্ত সুদ পাবেন।’ আর HDFC-র কর্মী ও প্রাক্তন কর্মীরা স্থায়ী আমানতে সাধারণ নাগরিকের থেকে বেশি সুদ পাবেন বলে ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে।
২৬ অক্টোবর থেকে কার্যকর হওয়া PNB-র ২ কোটির টাকার নীচের স্থায়ী আমানতে সুদের হার:
৭ দিন থেকে ১৪ দিন: সাধারণ জনগণের জন্য – ৩.৫০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য – ৪ শতাংশ
১৫ দিন থেকে ২৯ দিন: সাধারণ জনগণের জন্য – ৩.৫০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য – ৪ শতাংশ
৩০ দিন থেকে ৪৫ দিন: সাধারণ জনগণের জন্য – ৩.৫০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য – ৪ শতাংশ
৪৬ দিন থেকে ৯০ দিন: সাধারণ জনগণের জন্য – ৪.৫০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য – ৫ শতাংশ
৯১ দিন থেকে ১৭৯ দিন: সাধারণ জনগণের জন্য – ৪.৫০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য – ৫ শতাংশ
১৮০ দিন থেকে ২৭০ দিন: সাধারণ জনগণের জন্য – ৫.৫০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য – ৬ শতাংশ
২৭১ দিন থেকে ১ বছরের কম: সাধারণ জনগণের জন্য – ৫.৫০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য – ৬ শতাংশ
১ বছর: সাধারণ জনগণের জন্য – ৬.৩০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য – ৬.৮০ শতাংশ
১ বছর থেকে ৫৯৯ দিনের উপরে: সাধারণ জনগণের জন্য – ৬.৩০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য – ৬.৮০ শতাংশ
৬০০ দিন: সাধারণ জনগণের জন্য – ৭ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য – ৭.৫০ শতাংশ
৬০১ দিন থেকে ২ বছর: সাধারণ জনগণের জন্য – ৬.৩০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য – ৬.৮০ শতাংশ
২ বছর থেকে ৩ বছরের উপরে: সাধারণ জনগণের জন্য – ৬.২৫ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য – ৬.৭৫ শতাংশ
৩ বছর থেকে ৫ বছরের উপরে: সাধারণ জনগণের জন্য – ৬.১০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য – ৬.৬০ শতাংশ
৫ বছর থেকে ১০ বছরের উপরে: সাধারণ জনগণের জন্য – ৬.১০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য – ৬.৬০ শতাংশ।