Post Office vs Fixed Deposits: পোস্ট অফিস নাকি ব্যাঙ্কের FD, কোথায় বিনিয়োগে বেশি লক্ষ্মীলাভ হবে আপনার?

Post Office vs Fixed Deposits: পোস্ট অফিস বা ব্যাঙ্ক, যেকোনও FD-তে বিনিয়োগ করে ভাল রিটার্ন পেতে পারেন বিনিয়োগকারীরা। ব্যাঙ্কের পাশাপাশি পোস্ট অফিসের FD-তেও মোটা অঙ্কের সুদ মেলে।

Post Office vs Fixed Deposits: পোস্ট অফিস নাকি ব্যাঙ্কের FD, কোথায় বিনিয়োগে বেশি লক্ষ্মীলাভ হবে আপনার?
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Apr 15, 2023 | 8:15 AM

আয়ের পাশাপাশি সঞ্চয় করা জরুরি। আর কোনও সরকারি বা বেসরকারি স্কিমে বিনিয়োগের আগে ভেবেচিন্তে পা ফেলা উচিত। কোথায় টাকা রেখে বেশি রিটার্ন পাবেন তা অবশ্যই বিবেচনা করা উচিত। পোস্ট অফিস নাকি ব্য়াঙ্কের এফডি, কোথায় বেশি হারে মিলবে সুদ? এই প্রতিবেদন থেকে জেনে নিন কোথায় বিনিয়োগ করলে মিলবে বেশি রিটার্ন।

নতুন আমানতকারীদের আকৃষ্ট করার জন্য বেশ কয়েকটি ব্যাঙ্ক আরবিআই হার বৃদ্ধির পরে তাদের আমানতের হার বাড়িয়েছে। গত বছর মে মাস থেকে ২৫০ বেসিস পয়েন্ট রেপো রেট বাড়িয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। সম্প্রতি আর রেপো রেট না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক। ৫ শতাংশ থেকে গত ১০ মাসে রেপো রেট হয়েছে ৭ শতাংশ। এর পরপরই বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাঙ্কগুলিও নিজেরে স্থায়ী আমানত বা FD-তে বাড়িয়েছে সুদের হার। এদিকে ব্যাঙ্কের স্থায়ী আমানতের পাশাপাশি পোস্ট অফিসের টাইম ডিপোজিটও বিনিয়োগের একটি ভাল বিকল্প। আর কেন্দ্রীয় সরকার এই সমস্ত স্কিমে তিনমাস অন্তর অন্তর সুদের হার বিবেচনা করে।

১ এপ্রিল থেকে পোস্ট অফিসের FD-তে প্রযোজ্য সুদের হার:

আগে ব্যাঙ্কের FD-র থেকে পোস্ট অফিস টার্ম ডিপোজিটে কম রিটার্ন পাওয়া যাচ্ছিল। তবে কেন্দ্রীয় সরকার ছোট সঞ্চয় স্কিমগুলিতে সুদের হারের পরপর তিনবার বাড়ানোর পর প্রায় ব্যাঙ্কের হারেই সুদ দিচ্ছে পোস্ট অফিসগুলিও। স্মল সেভিংস স্কিমের অধীনে দুই বছরের পোস্ট অফিস টাইম ডিপোজিটে রিটার্ন ৬.৯ শতাংশ। বেশিরভাগ ব্যাঙ্ক এই হারেই সুদ দিয়ে থাকে। পোস্ট অফিসে তিন বছরের টার্ম ডিপোজিটে সুদের হার ৫.৫ শতাংশ থেকে বেড়ে ৭ শতাংশ হয়েছে।

স্মল সেভিংস স্কিমের (এসএসআই) ক্ষেত্রে সরকার চলতি অর্থবর্ষে প্রথম ত্রৈমাসিকে সুদের হার ১০-৭০ বেসিস পয়েন্ট বাড়িয়েছে।

১ বছর – ৬.৮ শতাংশ ২ বছর- ৬.৯ শতাংশ ৩ বছর – ৭ শতাংশ ৫ বছর – ৭.৫ শতাংশ

স্টেট ব্যাঙ্কে সুদের হার:

৭ দিন থেকে ১০ বছরের মধ্যে SBI FD-তে সাধারণ গ্রাহকদের ৩% থেকে ৭.১% পর্যন্ত দেবে। প্রবীণ নাগরিকরা এই আমানতের উপর ৫০ বেসিস পয়েন্ট (বিপিএস) অতিরিক্ত সুদ পাবেন। এক বছর থেকে দুই বছরের কম সময়ের আমানতের উপর SBI ৬.৮ শতাংশ সুদ দেয়। দুই বছর থেকে তিন বছরের কম আমানতের ক্ষেত্রে SBI-র সুদের হার ৭ শতাংশ। এই হারগুলি এই বছরের ১৫ ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়েছে।

৭ দিন থেকে ৪৫ দিন – ৩ শতাংশ

৪৬ দিন থেকে ১৭৯ দিন – ৪.৫ শতাংশ

১৮০ দিন থেকে ২১০ দিন – ৫.২৫ শতাংশ

২১১ দিন থেকে ১ বছরের কম – ৫.৭৫ শতাংশ

১ বছর থেকে ২ বছরের কম – ৬.৮ শতাংশ

৪০০ দিন (অমৃত কলস)- ৭.১০ শতাংশ

২ বছর থেকে ৩ বছরের কম – ৭ শতাংশ

৩ বছর থেকে ৫ বছরের কম – ৬.৫ শতাংশ

৫ বছর এবং ১০ বছর পর্যন্ত – ৬.৫ শতাংশ