Edible Oil Price: মধ্যবিত্তের হেঁসেলে স্বস্তি, ১৫ মাস বাড়বে না রান্নার তেলের দাম
ভোজ্যতেলের উপর আমদানি কর না বাড়ানোর কথা ঘোষণা করেছে অর্থ মন্ত্রক। রিফাইন্ড সয়াবিন অয়েল এবং সানফ্লাওয়ার অয়েলের উপর আমদানি শুল্ক ১৭.৫ শতাংশ থেকে কমিয়ে ১২.৫ শতাংশ করেছে। ২০২৫ সালের মার্চ মাস অবধি তা জারি থাকবে বলে কেন্দ্রের তরফে জানানো হয়েছে।
নয়াদিল্লি: মধ্যবিত্তের রান্নাঘরে স্বস্তি বজায় রাখল কেন্দ্রীয় সরকার। আগামী কয়েক মাসে কোনও ভাবেই বাড়বে না ভোজ্য তেলের দাম। ২০২৫ সালের মার্চ অবধি রান্নার তেলের দাম বাড়বে না। কারণ ভোজ্য তেলের উপর ইমপোর্ট ট্যাক্স বা আমদানি শুল্ক বাড়াবে না কেন্দ্র। ২০২৪ সালের মার্চ অবধিই আমদানি শুল্ক না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল। এক বছরের জন্য তা বাড়ানো হল। দেশের চাহিদা মেটানোর জন্য ভোজ্য তেলের একটি বড় অংশ আমদানি করে ভারত। তার উপর ধার্য হওয়া শুল্ক না বৃদ্ধির জেরে দাম বাড়ার সম্ভাবনা কম থাকল। এর জেরে আগামী ১৫ মাস ভোজ্য তেলের দাম নিয়ন্ত্রণে থাকবে বলে আশা করা হচ্ছে।
ভোজ্যতেলের উপর আমদানি কর না বাড়ানোর কথা ঘোষণা করেছে অর্থ মন্ত্রক। রিফাইন্ড সয়াবিন অয়েল এবং সানফ্লাওয়ার অয়েলের উপর আমদানি শুল্ক ১৭.৫ শতাংশ থেকে কমিয়ে ১২.৫ শতাংশ করেছে। ২০২৫ সালের মার্চ মাস অবধি তা জারি থাকবে বলে কেন্দ্রের তরফে জানানো হয়েছে। ভোজ্য তেলের দাম এই শুল্কের উপর অনেকাংশে নির্ভরশীল।
ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ভোজ্য তেলের বাজার। দেশের চাহিদার ৬০ শতাংশ ভোজ্য তেলই আমদানি করে ভারত। এর মধ্যে পাম তেল সবথেকে বেশি আমদানি করা হয় মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া থেকে। এর পাশাপাশি সানফ্লাওয়ার, সয়াবিন এবং সর্ষের তেলের সবথেকে বড় বাজার ভারতে। সব মিলিয়ে শুল্ক কমানোর জেরে দাম বাড়বে না ভোজ্যতেলের।