Indian Railway: বিনা টিকিটের যাত্রীদের থেকে এক বছরে রেলের ঘরে এল ১৭৩ কোটি টাকা

Indian Railway: শুধুমাত্র গত মার্চ মাসে ১৬.৭৭ কোটি টাকা জরিমানা হিসেবে সংগ্রহ করা হয়েছে। পশ্চিম রেলওয়ের জনসংযোগ বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪-এর মার্চ মাসে এই তথ্য সামনে এসেছে।

Indian Railway: বিনা টিকিটের যাত্রীদের থেকে এক বছরে রেলের ঘরে এল ১৭৩ কোটি টাকা
স্টেশনে দাঁড়িয়ে বন্দে ভারতImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Updated on: Apr 09, 2024 | 11:55 PM

নয়া দিল্লি: দীর্ঘপথে আরামদায়ক যাত্রার জন্য সাধারণত ভারতীয় রেলপথ ব্যবহার করে থাকেন যাত্রীর। বারবার রেল সতর্ক করা সত্ত্বেও অনেকে বিনা টিকিটে ট্রেনে যাতায়াত করেন। অনেকেই বোঝেন না যে বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ শুধু অন্যায় নয়, এটি একটি আইনত অপরাধও, যার জন্য জরিমানা, জেল বা উভয় শাস্তিই হতে পারে। শুধুমাত্র এই ক্ষেত্রে থেকে বিপুল অঙ্কের জরিমানা সংগ্রহ করে রেল।

এক বছরে রেল এই বিনা টিকিটে যাতায়াত করা যাত্রীদের থেকে ১৭৩.৮৯ কোটি টাকা জরিমানা সংগ্রহ করেছে। পশ্চিম রেল ২০২৩-এর এপ্রিল মাস থেকে ২০২৪-এর মার্চ মাস পর্যন্ত একাধিক টিকিট চেকিং অভিযান চালিয়েছে। যার ফলে ১৭৩.৮৯ কোটি টাকা আদায় হয়েছে রেলের, যার মধ্যে ৪৬.৯০ কোটি টাকা মুম্বই থেকে আদায় করা হয়েছিল।

শুধুমাত্র গত মার্চ মাসে ১৬.৭৭ কোটি টাকা জরিমানা হিসেবে সংগ্রহ করা হয়েছে। পশ্চিম রেলওয়ের জনসংযোগ বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪-এর মার্চ মাসে এই তথ্য সামনে এসেছে।

এসি লোকাল ট্রেনে অননুমোদিত যাত্রা বন্ধ করতে নিয়মিত টিকিট চেকিং অভিযান চালানো হয়। এই অভিযানের ফলে ২০২৩-এর এপ্রিল থেকে ২০২৪-এর মার্চ মাস পর্যন্ত প্রায় ৬০ হাজার এমন যাত্রীর থেকে জরিমানা নেওয়া হয়েছে। গত বছরের তুলনায় এই অঙ্ক ২৫ শতাংশ বেশি।