Vande Bharat Express: গরমে বড় খবর, চালু হল সামার স্পেশাল বন্দে ভারত, কোথা থেকে কখন ছাড়বে জেনে নিন

Summer Special Train: জানা গিয়েছে, কোন রুটে সবথেকে বেশি চাহিদা, তা খতিয়ে দেখে আপাতত একটি রুটেই বন্দে ভারতের সামার স্পেশাল ট্রেন চালু করা হয়েছে। পরে যাত্রীদের চাহিদা অনুযায়ী অন্যান্য রুটেও বন্দে ভারতের সামার স্পেশাল ট্রেন চালানো হতে পারে।

Vande Bharat Express: গরমে বড় খবর, চালু হল সামার স্পেশাল বন্দে ভারত, কোথা থেকে কখন ছাড়বে জেনে নিন
চেয়ারকার বন্দে ভারত। প্রতীকী চিত্রImage Credit source: PTI
Follow Us:
| Updated on: Apr 10, 2024 | 5:56 AM

নয়া দিল্লি: চৈত্রের কাঠফাঁটা গরমে নাজেহাল সাধারণ মানুষ। এই সময়ে দূরপাল্লার ট্রেনে এসি কামরায় টিকিটের চাহিদা থাকে বিপুল, কিন্তু কামরা তো সীমিত। এত যাত্রী যাবেন কীভাবে? আর গরমে স্লিপার ক্লাস বা জেনারেলে যাওয়া নৈব নৈব চ। গরমে যাত্রীদের এসি ট্রেনের চাহিদার কথা মাথায় রেখেই বড় সিদ্ধান্ত ভারতীয় রেলের। বন্দে ভারতেও (Vande Bharat) এবার চলবে সামার স্পেশাল ট্রেন।

রেল মন্ত্রকের তরফে জানানো হয়েছে, গ্রীষ্মে যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখে সামার স্পেশাল বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন্দে ভারতের যে ট্রেনগুলি রয়েছে, তাতেই অতিরিক্ত কামরা সংযোজন করা হবে। এতে বেশি সংখ্যক যাত্রীকে পরিষেবা দেওয়া সম্ভব হবে। যাত্রীরাও অল্প সময়ে গন্তব্যে পৌঁছে যেতে পারবেন সেমি-হাইস্পিড ট্রেনে চেপে।

জানা গিয়েছে, কোন রুটে সবথেকে বেশি চাহিদা, তা খতিয়ে দেখে আপাতত একটি রুটেই বন্দে ভারতের সামার স্পেশাল ট্রেন চালু করা হয়েছে। পরে যাত্রীদের চাহিদা অনুযায়ী অন্যান্য রুটেও বন্দে ভারতের সামার স্পেশাল ট্রেন চালানো হতে পারে। বর্তমানে তামিলনাড়ুর চেন্নাই এগমোর থেকে নাগেরকয়েল অবধি বন্দে ভারতের রুটেই সামার স্পেশাল ট্রেন চালানো হচ্ছে।

৮ এপ্রিল থেকে এই বিশেষ ট্রেন চালু হয়েছে। আগামী ১২, ১৩, ১৯, ২১, ২৬ ও ২৮ এপ্রিল এই ট্রেন চলবে। আপ ও ডাউন দুই রুটেই চলবে সেমি হাইস্পিড ট্রেন। ভোর ৫টা ১৫ মিনিটে চেন্নাই থেকে ছেড়ে ট্রেনটি নাগেরকয়েলে পৌঁছবে দুপুর ২টো ১০ মিনিটে। নাগেরকয়েল থেকে ২টো ৫০ মিনিটে ছাড়বে বন্দে ভারত সামার স্পেশাল ট্রেনটি, চেন্নাইয়ের এগমোরে এসে পৌঁছবে রাত ১১টা ৪৫ মিনিটে।