RBI: ব্যাঙ্ক অব বরোদা-সহ ৩ ব্যাঙ্ককে মোটা টাকা জরিমানা ধার্য করল রিজার্ভ ব্যাঙ্ক

RBI: দেশের শীর্ষ ৫ রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের মধ্যে একটি হল ব্যাঙ্ক অব বরোদা। সেই ব্যাঙ্কের উপরই মোটা টাকা জরিমানা ধার্য করল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। এছাড়া সিটি ব্যাঙ্ক ও ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কের উপরেও মোটা টাকা জরিমানা ধার্য করা হয়েছে। তিনটি ব্যাঙ্ক মিলিয়ে মোট ১০.৩৪ কোটি টাকা জরিমানা ধার্য করেছে RBI।

RBI: ব্যাঙ্ক অব বরোদা-সহ ৩ ব্যাঙ্ককে মোটা টাকা জরিমানা ধার্য করল রিজার্ভ ব্যাঙ্ক
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 25, 2023 | 12:49 AM

নয়া দিল্লি: দেশের শীর্ষ ৫ রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের মধ্যে একটি হল ব্যাঙ্ক অব বরোদা (BOB)। সেই ব্যাঙ্কের উপরই মোটা টাকা জরিমানা ধার্য করল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI)। এছাড়া সিটি ব্যাঙ্ক ও ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কের (IOB) উপরেও মোটা টাকা জরিমানা ধার্য করা হয়েছে। তিনটি ব্যাঙ্ক মিলিয়ে মোট ১০.৩৪ কোটি টাকা জরিমানা ধার্য করেছে RBI।

আরবিআই সূত্রে জানা গিয়েছে, নিয়ন্ত্রক ক্ষমতা ব্যবহার করে তিন ব্যাঙ্কের উপর জরিমানা ধার্য করেছে রিজার্ভ ব্যাঙ্ক। নিয়ন্ত্রক ক্ষমতা আইন-১৯৪৯-এর ধারা ২৬এ অনুযায়ী ব্যাঙ্ক অব বরোদা, সিটি ব্যাঙ্ক ও ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কের উপরেও মোটা টাকা জরিমানা ধার্য করেছে রিজার্ভ ব্যাঙ্ক। কোন ব্যাঙ্কে কত টাকা জরিমানা এবং কেন জরিমানা করা হল, সেটা জানুন।

সিটি ব্যাঙ্কের ৫ কোটি টাকা জরিমানা

সিটি ব্যাঙ্কের উপর সবচেয়ে বেশি জরিমানা ধার্য করেছে আরবিআই। ব্যাঙ্কিং পরিষেবায় আউটসোর্স করার নিয়মের ক্ষেত্রে কিছু বেনিয়ম থাকায় ৫ কোটি টাকা জরিমানা ধার্য করেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক।

ব্যাঙ্ক অফ বরোদার ৪.৩৪ কোটি টাকা জরিমানা

রাষ্ট্রায়ত্ব সেক্টরের ব্যাঙ্ক অফ বরোদার ৪.৩৪ কোটি টাকা জরিমানা ধার্য করেছে আরবিআই। সেন্ট্রাল ডিপোজেটারি এবং অন্যান্য ক্ষেত্রে শর্তাবলীর নিয়ম লঙ্ঘন করার জন্য এই জরিমানা ধার্য করা হয়েছে।

ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কের ১ কোটি টাকা জরিমানা

ঋণ সম্পর্কিত নিয়ম লঙ্ঘনের জন্য ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কের ১ কোটি টাকা জরিমানা ধার্য করেছে রিজার্ভ ব্যাঙ্ক।

ভারতীয় রিজাভ ব্যাঙ্ক দেশের সকল প্রকার কমর্শিয়াল ব্যাঙ্ক, কো-অপারেটিভ ব্যাঙ্ক, পেমেন্টস ব্যাঙ্ক এবং নন-ব্যাঙ্কিং ফাইন্যান্স ব্যাঙ্কগুলি নিয়ন্ত্রিত করে। স্বাভাবিকভাবে সমস্ত ব্যাঙ্কে কাজকর্মও পর্যালোচনা করে। গ্রাহকদের নিরাপত্তা ও সুবিধা-অসুবিধার দিকেও খেয়াল রাখে আরবিআই।