RBI-NRI Deal: আরও সহজ হল বিদেশ ভ্রমণ, পড়শি দেশেও UPI দিয়ে করা যাবে পেমেন্ট

UPI Payment: দুই দেশের মধ্যে আর্থিক লেনদেন ব্যবস্থা মজবুত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। দুই দেশের অনলাইন পেমেন্ট ব্যবস্থায় সংযোগ তৈরি করা হবে। কম খরচে ইন্সট্যান্ট পেমেন্ট সিস্টেম গড়ে তোলা হবে বলেই জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া।   ইউপিআই-এনপিআই লিঙ্কের মাধ্যমে ভারত ও নেপালের মধ্যে আর্থিক লেনদেন ব্যবস্থা তৈরি করা হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যেই এই পরিষেবা চালু হবে। 

RBI-NRI Deal: আরও সহজ হল বিদেশ ভ্রমণ, পড়শি দেশেও UPI দিয়ে করা যাবে পেমেন্ট
প্রতীকী ছবি Image Credit source: Facebook
Follow Us:
| Updated on: Feb 16, 2024 | 12:30 PM

নয়া দিল্লি: ছোট চায়ের দোকান থেকে শুরু করে দামি শপিং মল, এক ক্লিকেই এখন আর্থিক লেনদেন সম্ভব। এখন শুধু দেশের অন্দরেই নয়, বিদেশের মাটিতেও ইউপিআই-র মাধ্যমে আর্থিক লেনদেন করা যায়। সম্প্রতিই ইটালি, শ্রীলঙ্কা ও মরিশাসে ইউপিআই পরিষেবা চালু হয়েছে। এবার ভারতের পড়শি দেশেও চালু হবে ইউপিআই। বৃহস্পতিবারই রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া ও নেপাল রাষ্ট্র ব্যাঙ্ক চুক্তি স্বাক্ষর করল। শীঘ্রই ইউপিআই-র মাধ্যমে নেপালেও আর্থিক লেনদেন করা যাবে। নেপালের ন্যাশনাল পেমেন্ট ইন্টারফেসের মাধ্যমেও অনলাইনে লেনদেন করা যাবে এ দেশে।

দুই দেশের মধ্যে আর্থিক লেনদেন ব্যবস্থা মজবুত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। দুই দেশের অনলাইন পেমেন্ট ব্যবস্থায় সংযোগ তৈরি করা হবে। কম খরচে ইন্সট্যান্ট পেমেন্ট সিস্টেম গড়ে তোলা হবে বলেই জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া।

ইউপিআই-এনপিআই লিঙ্কের মাধ্যমে ভারত ও নেপালের মধ্যে আর্থিক লেনদেন ব্যবস্থা তৈরি করা হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যেই এই পরিষেবা চালু হবে।

এর আগে, গত ১২ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়াল মাধ্যমে শ্রীলঙ্কা ও মরিশাসে ভারতের ইউপিআই পরিষেবা চালু করেন। তার আগে ২০২৩ সালে সিঙ্গাপুরেও ইউপিআই পরিষেবা চালু করা হয়। ভারতীয়রা যারা সিঙ্গাপুর, শ্রীলঙ্কা বা মরিশাসে ঘুরতে যাবেন, তারা এবার থেকে ইউপিআই ব্যবহার করে আর্থিক লেনদেন করতে পারবেন। একইভাবে যে দেশগুলিতে ইউপিআই ব্যবস্থা চালু হয়েছে, সে দেশের নাগরিকরাও ভারতে এসে ইউপিআই-র মাধ্যমে আর্থিক লেনদেন করতে পারবেন। এক অ্যাপের মাধ্য়মেই একাধিক ব্যাঙ্ক থেকে লেনদেন যেমন করা যাবে, তেমনই একাধিক ব্যাঙ্কিং পরিষেবাও পাওয়া যাবে।