Richest people of India: দেশের ধনকুবেরা সবথেকে বেশি কোন জিনিস কিনতে পছন্দ করেন জানেন?

Richest people of India: দেশের ধনবান ব্যক্তিদের বিনিয়োগ তালিকায় সবসময়ই উপরের দিকে থাকে বিলাসবহুল পণ্য। তাঁদের বিনিয়োগযোগ্য সম্পদের ১৭ শতাংশই তাঁরা লাক্সারি আইটেমের পিছনে ঢালেন। অগ্রাধিকার পায় দামি ঘড়ি, গয়না।

Richest people of India: দেশের ধনকুবেরা সবথেকে বেশি কোন জিনিস কিনতে পছন্দ করেন জানেন?
প্রতীকী ছবি Image Credit source: Facebook
Follow Us:
| Updated on: Feb 29, 2024 | 11:50 PM

কলকাতা: আপনার কাছে যদি জানতে চাওয়া হয় আপনি আপনার উপার্জনের সিংহভাগ অর্থ কোথায় ব্যয় করেন? দেশের সিংহভাগ মানুষই হয়তো বলবেন খাদ্য, বস্ত্র, বাসস্থানের কথা। অর্থাৎ, মৌলিক চাহিদার কথা। কিন্তু, জানেন দেশের অতি ধনী ব্যক্তিরা তাঁদের অর্থ সবথেকে বেশি কোন খাতে খরচ করেন? Knight Frank India সম্প্রতি একটি রিপোর্ট সামনে এনেছে। 

তাতেই দেখা যাচ্ছে, দেশের ধনবান ব্যক্তিদের বিনিয়োগ তালিকায় সবসময়ই উপরের দিকে থাকে বিলাসবহুল পণ্য। তাঁদের বিনিয়োগযোগ্য সম্পদের ১৭ শতাংশই তাঁরা লাক্সারি আইটেমের পিছনে ঢালেন। অগ্রাধিকার পায় দামি ঘড়ি, গয়না। যদিও এ ক্ষেত্রে মনে রাখা ভাল, সাম্প্রতিককালের একাধিক পরিসংখ্যানে দেখা গিয়েছে মাত্র এক শতাংশ ধনকুবেরের হাতে দেশের মোট সম্পদের ৪০ শতাংশ কুক্ষিগত রয়েছে। এই তথ্য সামনে আসার পর দেশের আর্থ-সামাজিক মহলে বিস্তর হিন্দোলও দেখা গিয়েছিল। 

এদিকে রিয়েল এস্টেট কনসালটেন্ট নাইট ফ্রাঙ্ক তাঁদের ওয়েলথ রিপোর্ট-২০২৪ এ স্পষ্টই, মারাত্মক রকমের ধনবান ব্যক্তিরা তাঁদের বেশিরভাগ টাকাই খরচ করেন বিলাসিতার পিছনে। ৩০ মিলিয়নের ডলারের বেশি সম্পদের অধিকারী ব্যক্তিরা এই তালিকায় (UHNWIs) পড়েন। পরিসংখ্যান বলছে তাঁরা সবথেকে বেশি খরচ করেন নামী-দামি ঘড়ি কেনার পিছনে। সোজা কথাই তাঁদের কাছে শখই হচ্ছে শেষ কথা। তাঁদের পছন্দের তালিকায় একদম উপরের দিকে রয়েছএ ক্লাসিক সব চারচাকা। এরপরেই পছন্দ তালিকায় রয়েছে বিলাসবহুল হ্যান্ডব্যাগ, ওয়াইন, বিরল সব হুইস্কি, আসবাবপত্র, রঙিন হিরে এবং কয়েন। তবে সবথেকে উপরতলার মানুষদের সবথেকে বেশি পছন্দ কিন্তু বিলাসবহুল ঘড়ি, ক্লাসিক গাড়ি। কার্যত, এগুলি কেনাই তাঁদের এক ধরনের হবি।