SBI Deposits Scheme: বিশেষ ডিপোজিট স্কিমের মেয়াদ বাড়াল SBI, মিলবে উচ্চহারে সুদ

SBI Deposits Scheme: অমৃত কলস ডিপোজিটের মেয়াদ বাড়াল ভারতীয় স্টেট ব্যাঙ্ক। এই স্কিমে উচ্চহারে মিলবে সুদ।

SBI Deposits Scheme: বিশেষ ডিপোজিট স্কিমের মেয়াদ বাড়াল SBI, মিলবে উচ্চহারে সুদ
ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Apr 17, 2023 | 9:20 AM

অমৃত কলস স্পেশ্যাল ফিক্সড ডিপোজিট স্কিমের (Amrit Kalash Special Deposit Scheme) মেয়াদ বাড়াল দেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। এই বছরের শুরুতেই এই বিশেষ স্থায়ী আমানত স্কিম এনেছিল SBI। তবে এই বছরের ৩১ মার্চ অবধিই ছিল এর মেয়াদ। তবে গত ১২ এপ্রিল SBI জানিয়েছে ৩০ জুন পর্যন্ত অমৃত কলস স্পেশ্যাল ফিক্সড ডিপোজিট স্কিমের মেয়াদ বাড়ানো হল। ফলে এই উচ্চহারে সুদের স্কিমে বিনিয়োগের জন্য হাতে আরও কিছুটা সময় পেয়ে গেলেন গ্রাহকরা।

অমৃত কলস ডিপোজিট স্কিম:

SBI ওয়েবসাইটে জানিয়েছে ১২ এপ্রিল থেকে ফের চালু হল অমৃত কলস ডিপোজিট স্কিম। ৩০ জুন পর্যন্ত এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন গ্রাহকরা।

এই স্কিমে ৪০০ দিনের জন্য টাকা রাখতে পারেন গ্রাহকরা। সাধারণ নাগরিকরা পাবেন ৭.১০ শতাংশ হারে সুদ। আর প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার ৭.৬০ শতাংশ। আর এই স্কিমে বিনিয়োগের পরিমাণ হতে হবে ২ কোটি টাকার কম।

ব্যাঙ্কের কোনও শাখায় গিয়ে এই উচ্চহারে সুদের ফিক্সড ডিপোজিট স্কিমে বিনিয়োগ করতে পারেন গ্রাহকরা। YONO দিয়ে ঘরে বসেই বিনিয়োগ করা যেতে পারে।