Stock Market: ১০ বছরে দ্বিতীয়বার সবথেকে বড় লাভ শেয়ার মার্কেটে, লাভের অঙ্ক শুনলে ঘুরে যাবে মাথা
Stock Market: অন্যদিকে, নিফটিও বিনিয়োগকারীদের টানা লাভ দিয়ে গিয়েছে। তথ্য অনুসারে, ২০২৩-২৪ আর্থিক বছরে নিফটিতে প্রায় ৫ হাজার পয়েন্টের বৃদ্ধি দেখা গিয়েছে। সোজা কথায় নিফটি বিনিয়োগকারীদের ২৮.৬১ শতাংশ রিটার্ন দিয়েছে।
কলকাতা: নতুন অর্থবছরে পা দিতে চলেছে দেশ। বিগত কয়েক মাসে ধারাবাহিক পতন দেখা গেলেও গোটা বছর ধরে নিত্যনতুন উচ্চতায় পৌঁছেছে দালাল স্ট্রিট। সম্প্রতি শেয়ারবাজার রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। বেড়েছে সেনসেক্স, নতুন রেকর্ড করেছে সেনসেক্সও। আমরা যদি গত এক বছরের কথা বলি, তাহলে দেখা যাবে অতীতের সব রেকর্ড ভেঙে গিয়েছে। বিএসই-এর মার্কেট ক্যাপ গত এক বছরে ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। পরিসংখ্যান বলছে, গত ১০ বছরের মধ্যে এটি দ্বিতীয় বৃহত্তম বৃদ্ধি। প্রায় ৪ বছর আগে ৮০ শতাংশ বৃদ্ধি দেখা গিয়েছে। যদি আমরা সেনসেক্স এবং নিফটি সম্পর্কে কথা বলি, তবে দেখা গিয়েছে উভয় ক্ষেত্রেই ভাল বৃদ্ধি হয়েছে। এই আর্থিক বছরে সেনসেক্স বিনিয়োগকারীদের প্রায় ২৫ শতাংশ রিটার্ন দিয়েছে এবং নিফটি ২৯ শতাংশের বেশি রিটার্ন দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, আসন্ন আর্থিক বছরে সেনসেক্স ৮০ হাজার পয়েন্টের সীমাও ছাড়িয়ে যেতে পারে। সেখানে নিফটি ২৫ হাজার পয়েন্টের স্তর ছুঁতে পারে৷
২০২৩-২৪ আর্থিক বছরের পরিসংখ্যান দেখলে দেখা যাবে সেনসেক্স বিনিয়োগকারীদের ২৪.৮৫ শতাংশ রিটার্ন দিয়েছে। এই সময়ের মধ্যে, সেনসেক্স ১৪,৬৫৯.৮৩ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। যেখানে ২০২০-২১ অর্থবছরে, বিনিয়োগকারীরা ৬৮ শতাংশ রিটার্ন পেয়েছিলেন। গত ১০ বছরে, সেনসেক্স বিনিয়োগকারীদের মাত্র দু’বার খারাপ রিটার্ন দিয়েছে। বড় ক্ষতি হয়েছিল ২০১৫-১৬ অর্থ বছরে।
অন্যদিকে, নিফটিও বিনিয়োগকারীদের টানা লাভ দিয়ে গিয়েছে। তথ্য অনুসারে, ২০২৩-২৪ আর্থিক বছরে নিফটিতে প্রায় ৫ হাজার পয়েন্টের বৃদ্ধি দেখা গিয়েছে। সোজা কথায় নিফটি বিনিয়োগকারীদের ২৮.৬১ শতাংশ রিটার্ন দিয়েছে। যেখানে ২০২০-২১ আর্থিক বছরে, নিফটি বিনিয়োগকারীদের ৭০.৮৬ শতাংশ রিটার্ন দিয়েছিল। ২০১৯-২০ আর্থিক বছরে বিনিয়োগকারীরা বিশাল ক্ষতির সম্মুখীন হয়েছিলেন। সেই বছর নিফটি ২৬ শতাংশেরও বেশি কমেছিল।
বিঃ দ্রঃ – এটি একটি শেয়ার বাজার এবং বিনিয়োগ সম্পর্কিত শিক্ষামূলক প্রতিবেদন। এই প্রতিবেদনের উদ্দেশ্য কখনই বিনিয়োগে উৎসাহিত করা বা মুনাফা কামানোর সহজ উপায় খুঁজে দেওয়া নয়। শেয়ার বাজারের বিভিন্ন বিষয় সম্পর্কে জানানোই এই প্রতিবেদনের অন্যতম লক্ষ্য। উল্লেখ্য, শেয়ার বাজারের বিনিয়োগ সর্বদাই ঝুঁকিুপূর্ণ।