Mukesh Ambani: ৫০ লক্ষ চাকরি দেবেন মুকেশ অম্বানী, এই রইল তাঁর মাস্টারপ্ল্যান…

Job Creation:

Mukesh Ambani: ৫০ লক্ষ চাকরি দেবেন মুকেশ অম্বানী, এই রইল তাঁর মাস্টারপ্ল্যান...
মুকেশ অম্বানী।Image Credit source: TV9 Bharatvarsh
Follow Us:
| Updated on: Mar 31, 2024 | 6:05 AM

নয়া দিল্লি: দেশের ধনীতম মানুষ তো বটেই, বিশ্বেরও সবথেকে ধনী ব্যক্তিদের তালিকায় থাকে শিল্পপতি মুকেশ অম্বানীর নাম। তাঁর সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজে লক্ষ লক্ষ মানুষ চাকরি করেন। এবার দেশে আরও কর্মসংস্থানের কথা ঘোষণা করলেন অম্বানী। জেমস অ্যান্ড জুয়েলারি এক্সপোর্ট প্রমোশন কাউন্সিলের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে মুকেশ অম্বানী বলেন যে আগামী কয়েক দশকের মধ্যে এই শিল্প ১০০ বিলিয়ন ডলারের রফতানি করবে। দেশেও বিপুল কর্মসংস্থান হবে।

৫০ লক্ষ চাকরি-

বিগত কয়েক দশকে ভারত থেকে হিরে ও বহুমূল্য রত্ন রফতানি অনেক গুণ বেড়েছে। বর্তমানে রফতানি ৪০ বিলিয়ন ডলারে নিয়ে যাওয়া এবং দেশে ৫০ লক্ষেরও বেশি কর্মসংস্থান তৈরি করার জন্য অভিনন্দন জানিয়েছেন মুকেশ অম্বানী। আরও ৫০ লক্ষ চাকরির সম্ভাবনা রয়েছে বলেও জানান।  তিনি বলেন, “ব্যবসায়ী সম্প্রদায় হিসাবে আমাদের সকলের সম্মিলিতভাবে একটি শক্তিশালী, উন্নত এবং আরও অন্তর্ভুক্ত ভারত গড়ে তোলার দায়িত্ব রয়েছে। আমাদের প্রধানমন্ত্রী আমাদের জন্য একটি উন্নত ভারতের স্বপ্ন দেখেছেন, যা আগামী দশকে আমাদের অর্জন করতে হবে।”

অম্বানী আরও বলেন যে পালানপুরের মানুষের নেতৃত্বে ছোট শুরু থেকে শিল্পটি বিশাল অগ্রগতি করেছে। তিনি জোর দিয়েছেন যে এই কাজের জন্য গর্বিত। তিনি জানান যে অম্বানী পরিবারের শিকড় কাথিয়াওয়ারে রয়েছে এবং পালানপুরের লোকজনদের সঙ্গে কাজ করার সম্ভাবনার ইঙ্গিতও দেন তিনি। এক্ষেত্রে নিজের পুত্রবধূ শ্লোকা মেহতার উদাহরণও দেন। জানান, শ্লোকাকে পেয়ে ভাগ্যবান অম্বানী পরিবার।

প্রসঙ্গত, রোডবাই ব্লু-এর রাসেল মেহতার মেয়ে শ্লোকা। হিরে ও রত্ন সেক্টরের অন্যতম শীর্ষস্থানীয় সংস্থা তাঁদের।