Indian Railway Shares: রাম নাম করে শনিবারও খুলেছিল শেয়ার মার্কেট, তরতরিয়ে ছুটল রেলের একাধিক শেয়ার

Indian Railway Shares: শনিবার বাজার খোলার সময় থেকেই আগের ট্রেডিং সেশনের মতো আজও রেলের স্টকগুলিতে বাজারে দুর্দান্ত বৃদ্ধি দেখা গেছে। বাজেট পেশের আগে এইভাবে লাগাতার রেলের একাধিক স্টকের দর বৃদ্ধি সাম্প্রতিক অতীতে খুবই কম দেখা গিয়েছে বলে মত বাজার বিশেষজ্ঞদের অনেকেরই।

Indian Railway Shares: রাম নাম করে শনিবারও খুলেছিল শেয়ার মার্কেট, তরতরিয়ে ছুটল রেলের একাধিক শেয়ার
প্রতীকী ছবি Image Credit source: Facebook
Follow Us:
| Updated on: Jan 20, 2024 | 7:20 PM

কলকাতা: রাম মন্দিরের উদ্বোধনের দিন ২২ জানুয়ারি সোমবার বন্ধ থাকছে শেয়ার মার্কেট (Share Market)। একদিন আগেই সামনে এসেছিল খবর। পরিবর্তে এদিন শনিবার দিনভর খোলা রইল দালাল স্ট্রিট। তবে সব স্টক যে দারুণ ব্যবসা করতে পারল এমনটা নয়। ২১,৫৮৫ পয়েন্টে দাঁড়িয়ে রইল নিফটি। অন্যদিকে ২৫৯.৫৮ পয়েন্ট নেমে সেনসেক্স দাঁড়িয়েছে ৭১,৪২৩ পয়েন্টের কাছে। তাতেই খানিক মনে দুঃখ নিয়ে এদিনের মতো কেনাকাটা বন্ধ করলেন বিনিয়োগকারীরা। তবে বিগত কয়েকদিনের মতো এদিনও দুর্দান্ত লাভ দেখা গিয়েছে রেলের একাধিক সংস্থায়। 

শনিবার বাজার খোলার সময় থেকেই আগের ট্রেডিং সেশনের মতো আজও রেলের স্টকগুলিতে বাজারে দুর্দান্ত বৃদ্ধি দেখা গেছে। বাজেট পেশের আগে এইভাবে লাগাতার রেলের একাধিক স্টকের দর বৃদ্ধি সাম্প্রতিক অতীতে খুবই কম দেখা গিয়েছে বলে মত বাজার বিশেষজ্ঞদের অনেকেরই। IRCON ইন্টারন্যাশনাল এবং IRFC এর শেয়ারের দাম এদিন গত এক বছরের নিরিখে তাঁদের সর্বকালীন সেরা উচ্চতায় পৌঁছে গিয়েছে। শনিবার দিনভর ৩০ টাকার বেশি বেড়ে এদিন নতুন দাম পার করে ফেলেছে ১৭৬ টাকার গণ্ডি। 

সেখানে আবার IRCON ইন্টারন্যাশনালও বড় লাভ দিয়েছে। এদিন দিনভর দাম বেড়েছে ৬০ টাকারও বেশি। নতুন দাম দাঁড়িয়েছে ২৬৫টাকা। এই স্টকগুলি অল্প সময়ের মধ্যে বিনিয়োগকারীদের দ্বিগুণ রিটার্ন প্রদান করেছে। পরিসংখ্যান বলছে, রেলের প্রায় সমস্ত স্টক গত এক বছরে মাল্টিব্যাগার রিটার্ন দিয়েছে। IRFC গত ১২ মাসে ৪২২ শতাংশের বিশাল লাভ দিয়েছে। Rail India Technical and Economic Service বা RITES ও দুর্দান্ত পারফর্ম করেছে। গত এক বছরের মধ্যে বিনিয়োগকারীদের ৭০ শতাংশের বেশি রিটার্ন দিয়েছে। ভাল লাভ দিয়েছে রেল বিকাশ নিগমের লিমিটেডে শেয়ার। শুধুমাত্র এদিন ৭৬ টাকা বেড়ে ৩২০ টাকার গণ্ডি পেরিয়ে গিয়েছে।