Jobs in West Bengal: রাজ্যে সাড়ে ৬ হাজার কোটির বিনিয়োগের প্রস্তুতি এই সংস্থার, খুলবে প্রায় ২৮ হাজার কর্মসংস্থানের দরজা
Jobs in West Bengal: রাজ্যের জামুড়িয়ার লৌহ-ইস্পাত ও মঙ্গলপুরে অ্যালুমিনিয়াম কারখানা রয়েছে শ্যাম মেটালিক্সের। এছাড়া ওড়িশার সম্বলপুর ও মধ্যপ্রদেশের ইন্দোরে দুটি কারখানা রয়েছে এই সংস্থার।
কলকাতা: আগামী পাঁচ বছরে রাজ্যে প্রায় ৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করার লক্ষ্যমাত্রা স্থির করেছে রাজ্যের অন্যতম বৃহৎ ইস্পাত সংস্থা শ্যাম মেটালিক্স (Shyam Metalics)। পাশাপাশি, এই বিনিয়োগের ফলে প্রত্যক্ষ প্রায় ৭ হাজার এবং পরোক্ষে প্রায় ২১ হাজার মানুষের কর্মসংস্থান (Jobs) হবে বলে জানিয়েছেন সংস্থার ম্যানেজিং ডিরেক্টর ব্রিজভূষণ আগরওয়াল।
মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে আগরওয়াল জানান, আগামী পাঁচ বছরে শ্যাম মেটালিক্সের পক্ষ থেকে গোটা দেশে ১০ হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ করা হবে। এই বিনিয়োগের সিংহভাগই করা হবে পশ্চিমবঙ্গে। তিনি বলেন, “এই ১০ হাজার কোটি টাকার ৬৫ শতাংশ অর্থাৎ সাড়ে ৬ হাজার কোটি টাকা বিনিয়োগ হবে এই রাজ্যে। মূলত রাজ্যে যে দুটি কারখানা রয়েছে সেখানেই এই বিনিয়োগ হবে। এর মধ্যে প্রায় সাড়ে চার হাজার কোটি টাকা শুধু বিনিয়োগ করা হবে জামুড়িয়ার কারখানা আধুনিকরণের জন্য। বাকি করা হবে মঙ্গলপুরের কারখানায়।”
প্রসঙ্গত, রাজ্যের জামুড়িয়ার লৌহ-ইস্পাত ও মঙ্গলপুরে অ্যালুমিনিয়াম কারখানা রয়েছে শ্যাম মেটালিক্সের। এছাড়া ওড়িশার সম্বলপুর ও মধ্যপ্রদেশের ইন্দোরে দুটি কারখানা রয়েছে এই সংস্থার। ইন্দোরের কারখানা সম্প্রতি মিত্তাল কর্পোরেশনের থেকে কিনে নিয়েছে কলকাতাস্থিত এই ইস্পাত সংস্থা। বর্তমানে শ্যাম মেটালিক্সের বার্ষিক উৎপাদন ক্ষমতা ৮.৮ মিলিয়ন টন, তা ২০২৫ সালের মধ্যে বাড়িয়ে সাড়ে ১৩ মিলিয়ন টন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলেই জানান ব্রিজভূষণ।
এর পাশাপাশি, শ্যাম মেটালিক্স সম্প্রতি এই রাজ্যেরই আরেক ইস্পাত সংস্থা রামস্বরূপ ইন্ডাস্ট্রিজকে হাতে নিয়েছে। প্রায় ৪৫০ কোটি টাকা ব্যয়ে এই কারখানা কিনে নিয়েছে। ব্রিজভূষণের আশা, আগামী বছরের শুরুতেই এই কারখানা নতুনভাবে চালু হয়ে যাবে। এই কারখানা চালু হলে কমপক্ষে ৩ হাজার মানুষের প্রত্যক্ষ কর্মসংস্থান হবে। তাঁর কথায়, ‘রাজ্যে বিনিয়োগের যে ইতিবাচক পরিবেশ রয়েছে, তাতে ভরসা রেখেই আমাদের এই বিনিয়োগের পরিকল্পনা।’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে পদক্ষেপ করেছেন তার জন্যই রাজ্য আজ বিনিয়োগবান্ধব হচ্ছে বলেই মন্তব্য আগরওয়ালের।