Soap Price Cut : গৃহস্থের ভাঁড়ারে স্বস্তি, উৎসবের মরশুমে দাম কমল সাবানের

Soap Price Cut : সম্প্রতি সাবানের দাম কমানো হয়েছে। দীর্ঘ ২ বছর পর সাবানের দাম কমাল HUL।

Soap Price Cut : গৃহস্থের ভাঁড়ারে স্বস্তি, উৎসবের মরশুমে দাম কমল সাবানের
Follow Us:
| Edited By: | Updated on: Oct 11, 2022 | 12:45 PM

মূল্যবৃদ্ধির কোপে নাজেহাল সাধারণ জনজীবন। এর মাঝে খানিকটা স্বস্তি মধ্য়বিত্তদের জন্য। উৎসবের মরশুমে দাম কমল সাবানের। এর ফলে গৃহস্থালির খরচ কমল সাধারণ মানুষের। এফএমসিজি (FMCG) সংস্থাগুলি যেমন হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড (HUL), গোদরেজ কনজিউমার প্রোডাক্টস লিমিটেড (GCPL) তাদের দ্বারা উৎপাদিত সাবান ও ডিটারজেন্টের দাম কমিয়েছে বলে জানা গিয়েছে।

হিন্দুস্তান ইউনিলিভার সংস্থার ডিস্ট্রিবিউটরের মতে, সংস্থা এই মাসে সাবান ও ডিটারজেন্টের দাম কমিয়েছে ২ থেকে ১৯ শতাংশ। এদিকে গত ২ বছর ধরে লাগাতার এইসব পণ্যের দাম বেড়েছে। গত কয়েক মাসেও কাঁচামালের দাম বাড়ার কারণে দাম বেড়েছিল সাবানের। তবে এবার দীর্ঘ ২ বছর পর দাম কমল সাবান ও ডিটারজেন্টের। প্রথমে সাবান প্রস্তুতকারী সংস্থাগুলির তরফে জানানো হয়েছিল, সাবান তৈরি করতে পামতেল সহ একাধিক কাঁচামালের দাম কমেছে। তার ফলে সাবানের উৎপাদন খরচও অনেকাই কমে গিয়েছে। তাই সাধারণ মানুষের কথা ভেবে সাবান ও ডিটারজেন্টের দাম কমিয়ে দেওয়া হয়েছে।

এদিকে হিন্দুস্তান ইউনিলিভারের পাশাপাশি সাবানের দাম কমিয়েছে গোদরেজও। এই সংস্থার তৈরি গোদরেজ নম্বর ১ সাবানের দাম কমানো হয়েছে। এই সাবানের দাম কমানো হয়েছে ১৩ থেকে ১৫ শতাংশ। প্রসঙ্গত, মূল্যবৃদ্ধির কারণে গত এক বছরে সাবানের বিক্রিতে কিছুটা ভাটা পড়েছিল বলে জানিয়েছে সাবান প্রস্তুতকারী সংস্থাগুলি। সেই জায়গা থেকে এখন সাবান ও ডিটারজেন্টের দাম কমছে। এই আবহে আশায় বুক বাঁধছে সাবান ও ডিটারজেন্ট প্রস্তুতকারী সংস্থাগুলি। তারা আশা করছে, এইবার দাম কমার কারণে সাবানের বিক্রি কিছুটা বাড়তে পারে।