AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

State Bank of India: স্টেট ব্যাঙ্কের ৫ রকম অ্যাকাউন্টের ৫ রকম পরিষেবা, জানেন কী কী?

State Bank of India: ছাত্রাবস্থায় খোলা যায় এমন অ্যাকাউন্টও আছে। আবার টাকা জমানোর জন্য আলাদা অ্যাকাউন্ট। সবথেকে বড় রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের সুবিধাগুলো পেতে গেলে, কোন অ্যাকাউন্ট খুলতে হবে, জেনে নিন বিস্তারিত।

State Bank of India: স্টেট ব্যাঙ্কের ৫ রকম অ্যাকাউন্টের ৫ রকম পরিষেবা, জানেন কী কী?
প্রতীকী ছবি
| Edited By: | Updated on: Oct 17, 2023 | 8:04 PM
Share

নয়া দিল্লি: স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া হল দেশের সবথেকে বড় রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক। লক্ষ লক্ষ গ্রাহক প্রতিদিন এই ব্যাঙ্কের মাধ্যমে লেনদেন করেন। বিভিন্ন ধরনের লেনদেন হয় এই ব্যাঙ্কের মাধ্যমে, রয়েছে একাধিক স্কিমও। হোম লোন, ক্রেডিট কার্ড, এফডি সহ একাধিক পরিষেবা পাওয়া যায় এই ব্যাঙ্কের মাধ্যমে। স্টেট ব্যাঙ্কে বিভিন্ন ধরনের সেভিংস অ্যাকাউন্ট রয়েছে, আর তার নানারকম সুবিধাও রয়েছে। দেখে নেওয়া যাক একনজরে:

১. বেসিক সেভিংস অ্যাকাউন্ট: সমাজের দরিদ্র পরিবারের মানুষদের পরিষেবা দেওয়ার জন্যই মূলত এই সেভিংস অ্যাকাউন্ট খোলা যায়। এর মাধ্যমে টাকা জমাতে পারেন তাঁরা। বৈধ কেওয়াইসি থাকলেই খোলা যাবে অ্যাকাউন্ট।

২. বেসিক স্মল সেভিংস অ্যাকাউন্ট: অপেক্ষাকৃত উচ্চবিত্তদের জন্য রয়েছে এই বেসিক স্মল সেভিংস অ্যাকাউন্ট। ১৮ বছরের বেশি বয়স হলে, কেওয়াইসি না থাকলেও খোলা যাবে এই অ্যাকাউন্ট। এতে জমা রাখতে হবে ন্যুনতম ৫০ হাজার টাকা। মাসে ১০ হাজার টাকার পর্যন্ত লেনদেন করা যায় এই অ্যাকাউন্টের মাধ্যমে।

৩. রেগুলার সেভিংস অ্যাকাউন্ট: সাধারণ মানুষের জন্য এই অ্যাকাউন্ট। এর মাধ্যমে এমএমএস ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং সহ সব পরিষেবাই পাওয়া যায়।

৪. সেভিংস অ্যাকাউন্ট ফর মাইনরস: ছাত্রাবস্থায় খোলা যায় এই অ্যাকাউন্ট। বাবা-মায়ের সঙ্গে এই অ্যাকাউন্ট খুলতে পারে তারা। এই অ্যাকাউন্টে সর্বাধিক ১০ লক্ষ টাকা রাখা যায়, প্রতিদিন ২০০০ টাকা লেনদেন করা যায় মোবাইলের মাধ্যমে।

৫. সেভিংস প্লাস অ্যাকাউন্ট: গ্রাহকের সাধারণ সেভিংস অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকে এই অ্যাকাউন্ট। টাকা জমানোর স্কিম করার জন্য এই অ্যাকাউন্ট খোলা হয়। এতে ১ থেকে ৫ বছরের জন্য টাকা এফডি করা যায়। ন্যুনতম ব্যালান্স থাকতে হবে ৩৫ হাজার টাকা।