SIP investment: মাসে ১০ হাজার টাকা করে জমিয়েই কীভাবে হবেন কোটিপতি?

SIP investment: এসআইপি বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান হল এমন একটি প্ল্যান যাতে গ্রাহক মাসে বা প্রতি তিন মাস অন্তর নির্দিষ্ট পরিমান টাকা জমা দিতে পারেন। ন্যুনতম ৫০০ টাকা পর্যন্ত জমা করা যেতে পারে প্রতি মাসে।

SIP investment: মাসে ১০ হাজার টাকা করে জমিয়েই কীভাবে হবেন কোটিপতি?
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Oct 18, 2023 | 5:32 AM

নয়া দিল্লি: প্রত্যেকেই চান, কম টাকা জমিয়ে বেশি লাভ পাওয়া যাবে এমন স্কিমে বিনিয়োগ করতে। রোজগার যাই হোক না কেন, ভবিষ্যৎ নিশ্চিত করতে ভাল স্কিমের সন্ধান করেন প্রত্যেকেই। কোন স্কিমে কত বেশি রিটার্ন পাওয়া যাবে, সেটা হিসেব করে তবেই বিনিয়োগ করা উচিত। এসআইপি হল এমন একটি বিনিয়োগের ক্ষেত্র যেখানে অনেক বেশি সুদে টাকা ফেরত পাওয়া যায়, ফলে হিসেব করে টাকা জমাতে পারলে অবসরের পর আর কোনও চিন্তা থাকে না। এমনকী কোটিপতিও হয়ে যাওয়া যায় চাইলে।

একটি সংস্থার হিসেব বলছে, মাসে ৩০ হাজার টাকা করে জমাতে পারলে ১২ বছর পর ১ কোটিতে পৌঁছে যাবে টাকা অঙ্ক, আর ২০ বছর পর পৌঁছে যাবে ৩ কোটিতে। আর যদি প্রত্যেক বছর এসআইপি-তে বিনিয়োগের পরিমাণ ১০ শতাংশ করে বাড়িয়ে দিতে পারেন, তাহলে ১০ বছরেই কোটিতে পৌঁছে যাবে অঙ্ক, আর ১৬ বছরে ৩ কোটি।

এসআইপি বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান হল এমন একটি প্ল্যান যাতে গ্রাহক মাসে বা প্রতি তিন মাস অন্তর নির্দিষ্ট পরিমান টাকা জমা দিতে পারেন। ন্যুনতম ৫০০ টাকা পর্যন্ত জমা করা যেতে পারে প্রতি মাসে। ব্যাঙ্ক আপনার অ্যাকাউন্ট থেকে প্রতি মাসে টাকা কেটে নেবে, আলাদা করে কোথাও জমা দেওয়ার প্রয়োজন নেই।

একটি হিসেবে দেখা যাচ্ছে, ১০ হাজার টাকা করে মাসে জমা দিলে ১৫ বছরে হবে ১ কোটি, ২০ হাজার টাকা করে জমা দিলে ১ কোটি হতে সময় লাগবে ১২ বছর, ২৫ হাজার টাকা করে জমা দিলে ১০ বছর ১০ মাস, ৩০ হাজার টাকা করে জমা দিলে ১০ বছর, ৪০ হাজার টাকা করে জমালে ৮ বছর ৮ মাস, ৫০ হাজার টাকা করে জমালে ৭ বছর ৮ মাস, ৭৫ হাজার টাকা করে জমা দিলে ৬ বছর ১ মাস ও ১ লক্ষ টাকা করে জমা দিলে ৫ বছরেই হবে ১ কোটি টাকা।