Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

GOT Dragon Icon in Swiggy : সুইগি খুলে অর্ডার ট্র্যাক করলেই দেখা মিলছে ড্রাগনের! আছে নাকি চিনা যোগ?

GOT Dragon Icon in Swiggy : সুইডিতে অর্ডার করলে আগে যেখানে বাইকের আইকন দেখাত সেখানে ড্রাগনের আইকনের দেখা মিলছে। ‘হাউজ অফ ড্রাগন’-এর সম্প্রচার শুরু হওয়ার পরই সুইগির তরফে গ্রাহকদের খুশি করার জন্য ডিজাইনে আনা হল পরিবর্তন।

GOT Dragon Icon in Swiggy : সুইগি খুলে অর্ডার ট্র্যাক করলেই দেখা মিলছে ড্রাগনের! আছে নাকি চিনা যোগ?
প্রতীকী ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 25, 2022 | 7:00 PM

খাবার ডেলিভারির অ্যাপ সুইগিতে এসেছে নয়া ‘আপডেট’। অ্যাপে খাবার অর্ডার দিলে তার অবস্থান দেখা যায় মানচিত্রে। এতদিন সেখানে ডেলিভারি পার্টনারের অবস্থান দেখাতে বাইকের আইকন থাকত। তবে সম্প্রতি বাইকের বদলে সেই আইকনটি হয়েছে ড্রাগন। এবার অনেকেই মনে হতে পারে ড্রাগনের সঙ্গে চিনা যোগ রয়েছে কি না। না! সুইগির ড্রাগনের সঙ্গে কোনও চিনা যোগ নেই। বরং জনপ্রিয় টিভি সিরিজ ‘গেম অফ থ্রোনস’-এর অনুকরণে এই ড্রাগনের আইকন আমদানি করা হয়েছে অ্যাপে।

উল্লেখ্য, ২৩ অগস্ট থেকে ডিজনি+হটস্টার প্ল্যাটফর্মে ‘গেম অফ থ্রোনস’-এর স্পিন অফ শো ‘হাউজ অফ ড্রাগন’-এর সম্প্রচার শুরু হয়েছে। এই আবহে ডিজনি হটস্টারের সঙ্গে একযোগে এই শো-এর প্রচারে ড্রাগনের আইকন প্রকাশ করেছে সুইগি। এই নিয়ে একটি টুইট করে সুইগির তরফে লেখা হয়, ‘ডিজনি হটস্টার আমাদের ডেলিভারি ফ্লিটের জন্য কিছু ড্রাগন পাঠিয়েছে।’

এদিকে সুইগি নিজেদের অ্যাপের ট্র্যাকিং পেজে অর্ডার ‘টেক্সট’ বদলে দিয়েছে। এখন সেখানে লেখা থাকছে – Fire will reign…Hunger will not. Our dragon rider is on the way। অর্থাৎ – ‘আগুন রাজত্ব করবে…ক্ষুধা থাকবে না। আমাদের ড্রাগন রাইডার পথে আছে।’ এদিকে আরআর মার্টিনের লেখা ‘গেম অফ থ্রোনস’-এর প্রেক্ষাপট থেকে ২০০ বছর আগের ঘটনা দেখানো হচ্ছে ‘হাইজ অফ ড্রাগন’ হচ্ছে। ২০১১ থেকে ২০১৯ সাল পর্যন্ত এইচবিও-তে ‘গেম অফ থ্রোনস’-এর আটটি সিজন দেখানো হয়েছিল। এই আবহে এই শো-এর স্পিন অফ শো ‘হাইজ অফ ড্রাগন’-এর প্রথম পর্ব সম্প্রচারিত হয় গতকাল। শুধুমাত্র আমেরিকাতে এই পর্বটি দেখেন প্রায় ১ কোটি মানুষ। এইচবিও-র ইতিহাসে কোনও শো-এর প্রথমদিনে এত ‘ভিউজ’ আসেনি।