TCSM Employee: ওয়ার্ক ফ্রম হোম নিয়ে কী পরিকল্পনা, জানাল TCS

TCS Employees: শুধুমাত্র ভারতে নয়, বিশ্বের একাধিক দেশে প্রচুর লোক নিয়োগ করেছে টিসিএস। বেলজিয়াম, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, জার্মানি, হাঙ্গারি, ইতালি, ফিনল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে, ফ্রান্স ও স্পেনে অন্যতম বড় নিয়োগকারী সংস্থা এই টিসিএস।

TCSM Employee: ওয়ার্ক ফ্রম হোম নিয়ে কী পরিকল্পনা, জানাল TCS
টিসিএস (ফাইল ছবি)Image Credit source: Facebook
Follow Us:
| Updated on: Jan 20, 2024 | 8:17 AM

নয়া দিল্লি: করোনা পরিস্থিতির পর একাধিক সংস্থাই বাড়ি থেকে কাজের সুযোগ বন্ধ করে দিয়েছে। তথ্য-প্রযুক্তি সংস্থাগুলিও অফিসে যাওয়ার নির্দেশ দিয়েছে। তবে এখনও পুরোপুরি খোলেনি টাটা কনসাল্টেন্সি সার্ভিসেস বা টিসিএস। ৬৫ শতাংশ কর্মী অফিসে যাওয়া শুরু করেছেন বলে জানানো হল সংস্থার তরফে। সংস্থার ম্যানেজিং ডিরেক্টর কে কৃতিবাসন জানিয়েছেন, ৬৫ শতাংশ কর্মী অফিসে গিয়ে কাজ করছেন। কেউ সপ্তাহে তিন দিন, কেউ সপ্তাহে ৫ দিন অফিসে যাচ্ছেন। আগামী কয়েক মাসের মধ্যে বাকি সব কর্মী অফিসে যাবেন বলে উল্লেখ করা হয়েছে সংস্থার তরফে।

সংস্থার ওই কর্তা জানিয়েছেন, অফিস চালু হয়ে যাওয়ার ফলে কাজের পরিবেশ বজায় থাকছে সংস্থায়। এছাড়া গত তিন বছরে যে সব কর্মীর নিয়োগ হয়েছে এই সংস্থায়, তাদের ক্ষেত্রেও অফিসে গিয়ে কাজ করা জরুরি বলে মনে করেছে সংস্থা। অন্যান্য কর্মীদের সঙ্গে তাঁদের সম্পর্ক স্থাপনের ক্ষেত্রেও সুবিধা হবে।

শুধুমাত্র ভারতে নয়, বিশ্বের একাধিক দেশে প্রচুর লোক নিয়োগ করেছে টিসিএস। বেলজিয়াম, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, জার্মানি, হাঙ্গারি, ইতালি, ফিনল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে, ফ্রান্স ও স্পেনে অন্যতম বড় নিয়োগকারী সংস্থা এই টিসিএস।চলতি অর্থবর্ষে ইউরোপে ১০০০ কর্মী নিয়োগ করেছে টিসিএস।

তবে সম্প্রতি প্রশ্ন ওঠে, টিসিএস-এর কর্মী সংখ্যা এত কমছে কী করে। সংস্থা অবশ্য দাবি করেছে, কর্মী নিয়োগের ক্ষেত্রে সংস্থা চেষ্টা করে পুরনো কর্মীদেরই সুযোগ দিতে। এছাড়া আগে থেকে ইন্টারভিউ নিয়ে রাখা হয় ও সময় মতো নিয়োগ করা হয় বলেও দাবি করেছে টিসিএস।