India Post: ঝুঁকি ছাড়াই ভরপুর রিটার্ন! কেন্দ্রের এই প্রকল্পগুলিতে বিনিয়োগ করে হতে পারেন বড়লোক

India Post: কেন্দ্রীয় এই প্রতিষ্ঠানের একাধিক প্রকল্পেই ঝুঁকি ছাড়াই মিলে যেতে পারে ৮ শতাংশ বার্ষিকী রিটার্ন। ঝুঁকিহীন ভাবে লক্ষ্মী লাভ করতে জেনে নিন পোস্ট অফিসের এই প্রকল্পগুলির নাম।

India Post: ঝুঁকি ছাড়াই ভরপুর রিটার্ন! কেন্দ্রের এই প্রকল্পগুলিতে বিনিয়োগ করে হতে পারেন বড়লোক
প্রতীকী ছবিImage Credit source: Getty Image
Follow Us:
| Updated on: Jan 12, 2025 | 7:33 PM

কলকাতা: ঝুঁকিহীন বিনিয়োগে ভাল রিটার্ন, এ যেন স্বপ্নের মতো। ঝুঁকি ছাড়াই বিনিয়োগ করতে কার মনই বা চায় না? আর টাকার প্রসঙ্গে ঝুঁকি শব্দটাই যারা অপছন্দ করেন তাদের জন্য অন্যতম বিনিয়োগের জায়গাই হল পোস্ট অফিস।

সময়ের সঙ্গে সুদ কমে আসায় পোস্ট অফিসে টাকা রাখার প্রসঙ্গে অনেকের কপালেই ভাঁজ পড়ে। কিন্তু কেন্দ্রীয় এই প্রতিষ্ঠানের একাধিক প্রকল্পেই ঝুঁকি ছাড়াই মিলে যেতে পারে ৮ শতাংশ বার্ষিকী রিটার্ন। ঝুঁকিহীন ভাবে লক্ষ্মী লাভ করতে জেনে নিন পোস্ট অফিসের এই প্রকল্পগুলির নাম।

পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট

পাঁচ বছরের জন্য মোটা অঙ্কের টাকা রেখে দিয়ে নির্দ্বিধায় ঘুরে বেড়ান। একান্তই দেশে অর্থনৈতিক সঙ্কট না এলে আপনার টাকায় কোপ মারার কেউ নেই। বার্ষিকী ৭.৫ শতাংশ সুদের হারে ধীরে ধীরে বেড়ে উঠতে থাকবে আপনার করা ফিক্সড ডিপোজিট

মহিলা সম্মান সঞ্চয় শংসাপত্র

হাজার টাকা থেকে দু’লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যাবে এই প্রকল্পে। কিন্তু, শর্ত একটাই, বিনিয়োগ করতে পারবেন শুধু মাত্র মহিলারাই। আগামী মার্চ মাস পর্যন্ত এই প্রকল্পে বিনিয়োগের জন্য আবেদন করা যাবে।

জাতীয় সঞ্চয় শংসাপত্র

পাঁচ বছরের জন্য নির্দ্বিধায় ঢেলে দিন টাকা। ৭.৭ শতাংশ পর্যন্ত মিলবে সুদ। সবচেয়ে লাভের বিষয়, ট্যাক্স সাশ্রয়েও বিনিয়োগ করা যাবে এই প্রকল্পে।

বয়োজ্যেষ্ঠ সঞ্চয় প্রকল্প

মূলত, বয়স্ক বা বরিষ্ঠ নাগরিকরাই এই প্রকল্পে বিনিয়োগ করতে পারবেন বলে জানা যায়। পাঁচ বছরের জন্য সর্বোচ্চ ৩০ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যাবে এই প্রকল্পে। আর তার বদলে মিলবে বার্ষিকী ৮.২ শতাংশ রিটার্ন।

সুকন্যা সমৃদ্ধি যোজনা

নিজের কন্যার জন্য আজই একবার দেখতে পারেন এই প্রকল্পটি। বার্ষিকী আড়াইশো টাকা থেকে দেড় লক্ষ টাকা পর্যন্ত এই প্রকল্পে বিনিয়োগ করতে পারবেন অভিভাবকরা। ২১ বছর বয়সে গিয়ে এই বিনিয়োগের লাভ পাবে আপনার কন্যা সন্তান।