পুরনো ৫ টাকার নোট বিক্রি করে পেয়ে যান ৩০ হাজার টাকা

নোটে ট্রাক্টরের ছবি থাকলে ৩০ হাজার টাকা পাবেন। এছাড়া ৭৮৬ (786) নম্বর থাকলেও কয়েক হাজার টাকা মিলতে পারে। আপনার নোটের ছবি তুলে ওয়েবসাইটে আপলোড করুন।

পুরনো ৫ টাকার নোট বিক্রি করে পেয়ে যান ৩০ হাজার টাকা
৫ টাকার নোট
Follow Us:
| Updated on: Jun 08, 2021 | 10:59 PM

অবিশ্বাস্য হলেও সত্যি। পুরনো ৫ টাকা থাকলে আপনি অর্জন করতে পারেন ৩০ হাজার টাকা। এই খবরে স্বাভাবিক ভাবেই সাধারণ মানুষের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। অনেকে আবার ইতিমধ্যেই খুঁজতে শুরু করেছেন পুরনো ৫ টাকার নোট।

কয়েনবাজার অনলাইনে পুরনো ৫ টাকার নোট বিক্রি করার আশ্চর্য সুযোগ এসেছে। এর জন্য coinbazzar.com ওয়েবসাইটে গিয়ে আপলোড করতে হবে আপনার ৫ টাকার নোটটি। তাহলেই জানতে পারবেন ওই নোটের দাম কত। তবে তার আগে coinbazzar.com-এ খুলতে হবে অ্যাকাউন্ট।

আপনার পুরনো ৫ টাকার নোটে থাকতে হবে বিশেষ কিছু বৈশিষ্ট্য। নোটে ট্রাক্টরের ছবি থাকলে ৩০ হাজার টাকা পাবেন। এছাড়া ৭৮৬ নম্বর থাকলেও কয়েক হাজার টাকা মিলতে পারে। আপনার নোটের ছবি তুলে ওয়েবসাইটে আপলোড করুন। সেক্ষেত্রে বিজ্ঞাপনের হিসেবে নোটটি সেখানে দেখা যাবে। আগ্রহী ব্যক্তিরা কিনতে চাইলেই আপনার সঙ্গে যোগাযোগ করবে। তখন দামদর করে আপনার নোটটি বিক্রি করতে পারবেন।

আরও পড়ুন: মর্মান্তিক ঘটনার সাক্ষী রাজস্থান, ৯ ঘণ্টা জল না পেয়ে শিশুর মৃত্যু