Meta and WhatsApp: ছাঁটাইয়ের মাঝেই ভারতে হোয়াটসঅ্যাপ ও মেটার হাত ছাড়লেন দুই উচ্চপদস্থ কর্তা

Meta and WhatsApp: মঙ্গলবার পদত্যাগ করলেন মেটা ইন্ডিয়ার পাবলিক পলিসি বিভাগের প্রধান রাজীব আগরওয়াল। তাঁর পাশাপাশি চাকরি ছাড়লেন হোয়াটসঅ্যাপ ইন্ডিয়ার প্রধান অভিজিৎ বোসও।

Meta and WhatsApp: ছাঁটাইয়ের মাঝেই ভারতে হোয়াটসঅ্যাপ ও মেটার হাত ছাড়লেন দুই উচ্চপদস্থ কর্তা
ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Nov 16, 2022 | 12:10 AM

কয়েক সপ্তাহ আগেই পদত্যাগ করেছিলেন ফেসবুকের কর্ণধার সংস্থা মেটার ভারতের প্রধান অজিত মোহন। মেটা ছেড়ে তিনি প্রতিদ্বন্দ্বী সংস্থায় যোগ দিয়েছিলেন। এবার মঙ্গলবার পদত্যাগ করলেন মেটা ইন্ডিয়ার পাবলিক পলিসি বিভাগের প্রধান রাজীব আগরওয়াল। তাঁর পাশাপাশি চাকরি ছাড়লেন হোয়াটসঅ্যাপ ইন্ডিয়ার প্রধান অভিজিৎ বোসও। একটি বিবৃতি প্রকাশ করে এই সোশ্যাল মিডিয়া সংস্থার তরফে এই দুই পদত্যাগের বিষয়ে জানানো হয়েছে।

এই বিবৃতিতে জানানো হয়েছে, রাজীব আগরওয়াল নিজের পেশাদার জীবনে আরেকটি সুযোগ পেয়েছেন। তাই এই সংস্থা ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সেই বিবৃতিতে প্রাক্তন কর্মীকে তাঁর ভবিষ্যতের জন্য শুভেচ্ছাও জানানো হয়েছে। এদিকে হোয়াটসঅ্যাপের প্রধান উইল ক্যাথহার্ট অভিজিৎ বোসকে সংস্থার প্রতি তাঁর অবদানের জন্য ধন্যবাদ জানিয়েছেন। ক্যাথহার্ট জানিয়েছেন, ‘তাঁর অভিনব উদ্যোগ আমাদের টিমকে নয়া পরিষেবা দিতে সাহায্য় করেছে। এর ফলে লক্ষ লক্ষ মানুষ ও ব্যবসা উপকৃত হয়েছে। ভারতের জন্য হোয়াটসঅ্যাপের আরও অনেক কিছু করার আছে। আধুনিক ভারতের ডিজিটাল রূপান্তরে সাহায্য় করতে পেরে আমরা খুব আনন্দিত।’

এদিকে উচ্চ পদস্থ কর্তাদের বিদায়ের পাশাপাশি নয়া নিয়োগের ঘোষণার করা হয়েছে টেক সংস্থার তরফে। মেটা জানিয়েছে, ভারতের হোয়াটসঅ্যাপের পাবলিক পলিসি প্রাক্তন ডিরেক্টর শিবনাথ ঠাকুরালকে ভারতের মেটার সব প্ল্য়াটফর্মের পাবলিক পলিসির ডিরেক্টর পদে নিয়োগ করা হয়েছে। এদিকে অভিজিৎ বোস লিঙ্কডইনে নিজের ইস্তফার সম্পর্কে পোস্ট করেছেন। তিনি বলেছেন,’কিছুদিনের বিরতির পর আমি আবার উদ্যোক্তা হওয়ার পরিকল্পনা করছি।’ তিনি আরও জানিয়েছেন, আগে থেকেই তাঁর এই পরিকল্পনা ছিল। তাঁর সংস্থা ছাড়ার পরিকল্পনা আগে থাকতে চূড়ান্ত হলেও তা প্রকাশ করা হয়নি। কারণ গত সপ্তাহে যাঁদের চাকরি থেকে ছাঁটাই করা হয়েছে তাঁদের পাশে দাঁড়িয়েছিল সংস্থা।

প্রসঙ্গত, ফেসবুকের কর্ণধার সংস্থা মেটা গত বুধবার একটি ব্লগ পোস্টের মাধ্যমে প্রায় ১১ হাজার কর্মীকে ছাঁটাই করার কথা জানায়। গত ত্রৈমাসিকে এই সংস্থা লাভের মুখ না দেখায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছিল। সদ্য চাকরিতে যোগ দিয়ে মাত্র দু’দিন সংস্থায় কাজ করার পর এক কর্মীকে বাহির পথ দেখিয়ে দেওয়া হয়েছে। আবার কেউ মাতৃত্বকালীন ছুটি থেকে আর ডাক পেলেন না। বরং হাতে ধরিয়ে দেওয়ার হল ইস্তফাপত্র। মেটা সিইও মার্ক জ়াকারবার্গ এইভাবে কর্মী ছাঁটাইয়ের জন্য ক্ষমাও চেয়েছেন। এই আবহের সংস্থার হাত ছাড়লেন দুই উচ্চ পদস্থ কর্তা।