Gold Price Today: গত ৬ মাসে সর্বোচ্চ হল সোনার দর, বিয়ের মরশুমে মাথায় হাত ক্রেতাদের

Gold Price Today: মঙ্গলবার অনেকটা হারে দাম বেড়েছে সোনার। এদিন গত ৬ মাসে সর্বোচ্চ হয়েছে সোনার দাম।

Gold Price Today: গত ৬ মাসে সর্বোচ্চ হল সোনার দর, বিয়ের মরশুমে মাথায় হাত ক্রেতাদের
আজ সকাল ১১ টা অনুযায়ী, ১ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে ৪,৯৯৫ টাকা। ৮ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে ৩৯,৯৬০ টাকা। ১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে ৪৯,৯৫০ টাকা। ১০০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম ৪,৯৯,৫০০ টাকা ।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 15, 2022 | 2:53 PM

কলকাতা: বিয়ের মরশুমে মঙ্গলবার দাম বাড়ল সোনার (Gold Price Today)। ফলে স্বভাবতই মুখ ভারী ক্রেতাদের। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বেড়েছে ২৯০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছে ৩২০ টাকা। সোনার পাশাপাশি এদিন দাম বেড়েছে রুপোরও (Silver Price Today)। এদিন ১ কেজি রুপোর দাম বেড়েছে ১ হাজার টাকা।

মঙ্গলবার দুপুর ২ টো অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :

২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৪,৮৫৫ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৩৮,৮৪০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৪৮,৫৫০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৪,৮৫,৫০০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,২৯৬ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪২,৩৬৮ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫২,৯৬০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,২৯,৬০০ টাকা

১ কেজি রুপোর বাটের দাম : ৬২,৭০০ টাকা

সোনা-রুপোর তুলনামূলক দাম :

বিয়ের মরশুমে আরও দাম বাড়ল সোনা-রুপোর। মঙ্গলবার গত ৬ মাসে সর্বোচ্চ হল সোনার দাম। এদিন বাড়ল রুপোর দামও।

বিশ্ব বাজারেও ঊর্ধ্বমুখী রয়েছে সোনার দাম। ফলে স্বাভাবিকভাবেই দেশীয় বাজারে তার প্রভাব পড়েছে। সোমবার আন্তর্জাতিক বাজারে ১ ট্রয় আউন্স সোনার দাম ছিল ১,৭৬২ মার্কিন ডলার। এদিন তা বেড়ে হল ১,৭৭৯ মার্কিন ডলার।

সোনার শেয়ার বাজারের দাম :

সোমবার প্রতিবেদনটি লেখার সময় দাম বেড়েছে টাইটান কোম্পানির শেয়ারের। এদিন এই সংস্থার শেয়ারের দাম হয়েছে ২,৬৫৭ টাকা। গতকাল কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম বেড়ে হয়েছে ১০৩.৫০ টাকা। মঙ্গলবার দাম কমল পিসি জুয়েলারের শেয়ারের। এই সংস্থার শেয়ারের দাম কমে হয়েছে ৮৪.৫০ টাকা।