UIDAI Update : আপনার আধার কার্ড ১০ বছরের পুরনো? এখনই আপডেট না করলে হবে মুশকিল

UIDAI Update : ১০ বছরের পুরনো আধার কার্ড থাকা ব্যক্তিদের নখি আপডেটের কথা জানানো হয়েছে। আপডেটা করা না হলে বিভিন্ন সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হতে পারেন উপভোক্তারা।

UIDAI Update : আপনার আধার কার্ড ১০ বছরের পুরনো? এখনই আপডেট না করলে হবে মুশকিল
ফাইল ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Oct 13, 2022 | 8:30 AM

ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) আধার কার্ডধারীদের একটি নির্দিষ্ট অংশকে তাদের তথ্য আপডেট করার জন্য অনুরোধ করেছে। আধার কার্ড প্রকল্পের তত্ত্বাবধানকারী সংস্থা জানিয়েছে, যাঁরা ১০ বছর আগে তাঁদের আধার কার্ড তৈরি করেছেন এবং তারপর আর কার্ড আপডেট করা হয়নি তাঁদের আবার নথি জমা দিতে হবে।

মঙ্গলবার ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া জানিয়েছে, ১০ বছর আগে আধার কার্ড পাওয়া সকল ব্যক্তিকে নিজের সনাক্তকরণ ও বসবাসের প্রামাণ্য নথি আপডেট করতে হবে। UIDAI-র তরফে জানানো হয়েছে, অনলাইনে বা নিকটবর্তী কোনও আধার কেন্দ্রে গিয়ে আধার কার্ডের তথ্য আপডেট করা যাবে। কিন্তু এই আধার আপডেট প্রক্রিয়াকে বাধ্যতামূলক বলেনি UIDAI। বাধ্যতামূলক না করলেও সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা পাওয়া চালু রাখতে আধার কার্ডের তথ্য আপডেট করতে হবে।

প্রসঙ্গত, আগে যারা ৫ ও ১০ বছর বয়সে প্রথম আধার কার্ড করিয়েছিলেন তাঁদেরই আধার কার্ডের তথ্য আপডেট করা বাধ্যতামূলক ছিল। তবে এখন থেকে সমস্ত সাধারণ নাগরিককেই ১০ বছর অন্তর অন্তর আধার কার্ডের নথি আপডেট করতে হবে। এখন আধারের তথ্য় আপডেট করতে আর কষ্ট করে আধার কেন্দ্রে যেতে হয় না। অনলাইনেও করা যেতে পারে আধারের নথি আপডেট। তার জন্য আধার সেলফ সার্ভিস আপডেট পোর্টালে গিয়েই আপনার আধারের তথ্য আপডেট করতে পারেন।

কীভাবে করবেন আপডেট?

  • প্রথমে ssup.uidai.gov.in/ssup ওয়েবসাইটে যান।
  • তারপর ‘Proceed to update’ অপশনটি বেছে নিন।
  • তারপর আধার নম্বর ও ক্যাপচা কোড দিন।
  • রেডিস্ট্রেশন নম্বর দেওয়ার পর ওটিপি আসবে। সেই ওটিপি দিয়ে লগ ইন করুন।
  • সেখানেই ঠিকানা, ফোন নম্বর থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন অপশন আপডেট করতে পারবেন।
  • প্রসঙ্গত, এই প্রক্রিয়ার জন্য সামান্য কিছু ফি দিতে হবে উপভোক্তাদের।