আপনার Aadhaar কার্ডের ভুল ব্যবহার হচ্ছে না তো? এভাবে চেক করুন আধার অথেন্টিকেশন হিস্ট্রি
Aadhaar Card: আধার নম্বর জারি করা সংস্থা ইউনিক আইডেনটিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া (Unique Identification Athority of India) অর্থাৎ ইউআইডিএআই (UIDAI) এই সুবিধা দেয়, যাতে আপনি এটা চেক করতে পারেন যে আপনার আধার কার্ড কোথায় কোথায় ব্যবহৃত হয়েছে।
বর্তমান সময়ে আধার কার্ডের (Aadhaar Card) ব্যবহার প্রায় সব জায়গাতেই হয়ে থাকে। আধার কার্ড প্রত্যেক নাগরিকের জন্য জরুরী দস্তাবেজ হয়ে উঠেছে। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচয় প্রমাণগুলির মধ্যে একটি। সমস্ত সরকারি স্কীম, সাবসিডি ইত্যাদির সুবিধা পাওয়ার জন্য আধার কার্ড জরুরী। তবে কোনও প্রতারকের কারণে আপনার আধার কার্ডের ভুল ব্যবহার হতে পারে। যদি আপনার মনে হয় যে আধার কার্ডের ভুল ব্যবহার হচ্ছে তাহলে একটি সহজ উপায়ে আপনি তা জানতে পারবেন।
UIDAI দেয় এই বিশেষ সুবিধা
আসলে আধার নম্বর জারি করা সংস্থা ইউনিক আইডেনটিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া (Unique Identification Athority of India) অর্থাৎ ইউআইডিএআই (UIDAI) এই সুবিধা দেয়, যাতে আপনি এটা চেক করতে পারেন যে আপনার আধার কার্ড কোথায় কোথায় ব্যবহৃত হয়েছে।
আধার অথেন্টিকেশন হিস্ট্রি কীভাবে চেক করবেন
> সবার আগে আপনি আধার নম্বর জারি করা সংস্থা ইউডিআইডিএআইয়ের অফিসিয়াল ওয়েবসাইট https://resident.uidai.gov.in এ যান।
> এরপর আধার অথেন্টিকেশন অপশনে ক্লিক করুন।
> এবার নিজের আধার নম্বর এবং সিকিউরিটি কোড পূরণ করুন।
> এরপর জেনারেট ওটিপি (Generate OTP) অপশনে ক্লিক করুন। > ওটিপি দেওয়ার পর শুরুর সময় এবং ট্র্যানজ্যাকশন নাম্বার জানাতে হবে। >এবার আপনি নির্বাচিত সময়সীমায় অথেন্টিকেশন অনুরোধের বিবরণ স্ক্রিনে দেখতে পাবেন।
আধার কার্ডের ভুল ব্যবহার হলে এইভাবে অভিযোগ জানান
যদি আপনার সন্দেহ থাকে আপনার আধারের ভুল ব্যবহারের বা আপনার অধারের কিছু অনিয়মিততা দেখতে পান, তাহলে আপনি দ্রুত ইউআইডিএআইয়ের টোল ফ্রি নম্বর-১৯৪৭ এ যোগাযোগ করতে পারেন বা ইমেলের মাধ্যমে help@uidai.gov.in এ যোগাযোগ করতে পারেন।
আরও পড়ুন: Petrol Price Today: ছট পুজোর দিন কি বাড়ল পেট্রোল ডিজেলের দাম, দেখে নিন