UPI Lite: কচ্ছপের গতি ইন্টারনেটের? কোনও চিন্তা নেই, বিনা নেটেই টাকা লেনদেন করুন এইভাবে

UPI Transaction: দেশের অনেক এলাকায় এখনও ইন্টারনেট সংযোগ দুর্বল। ৪জি কিংবা ৫জি-র বেগে ডাউনলোড তো অনেক দূর, ২জি-৩জির গতিতে ইন্টারনেট চলে সেখানে। সেই সব এলাকায় ছোটখাটো আর্থিক লেনদেনে সুবিধার জন্যই নেটবিহীন লেনদেনের প্রযুক্তি তৈরি করেছে পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। 

UPI Lite: কচ্ছপের গতি ইন্টারনেটের? কোনও চিন্তা নেই, বিনা নেটেই টাকা লেনদেন করুন এইভাবে
প্রতীকী চিত্রImage Credit source: TV9 বাংলা
Follow Us:
| Edited By: | Updated on: Aug 17, 2023 | 7:17 AM

নয়া দিল্লি: মুদি দোকানে হোক বা শপিং মলে, কেনাকাটা হোক বা রেস্তোরাঁয় খাওয়া-দাওয়া, যাবতীয় ক্ষেত্রেই নগদ টাকার বদলে অনলাইনে টাকা পেমেন্ট (Online Payment) করা কার্যত অভ্যাসে পরিণত হয়েছে। বাচ্চা থেকে বুড়ো, সকলেই ইউপিআইয়ের মাধ্যমে আর্থিক লেনদেন করছেন। বিগত কয়েক বছরে ভারতে উল্লেখযোগ্য়ভাবে ডিজিটাল লেনদেন বাড়ছে। শুধু শহরেই নয়, গ্রামেও   ইউপিআইয়ের মাধ্য়মে লেনদেন হচ্ছে। রিয়েল টাইম ডিজিটাল লেনদেনে বর্তমানে এক নম্বরে রয়েছে ভারত। গড়ে বিশ্বের ৪৬ শতাংশ আরটিডিটি-ই ভারতে। ইউপিআইয়ের অভূতপূর্ব সাফল্যের পথ ধরে আরও এক লাফ। ইন্টারনেট কানেকশন ছাড়াই এবার লেনদেনের সুবিধা নিয়ে আসল ইউপিআই (UPI)। ২০২২ সালেই অন-ডিভাইস ওয়ালেটের সঙ্গে চালু হয়েছিল ইউপিআই লাইট (UPI Lite)। এবার এতে যোগ হচ্ছে নতুন ফিচার। ইন্টারনেট ছাড়াই ইউপিআই লাইটে লেনদেন করা সম্ভব হবে এবার।

ইউপিআই লাইটের মাধ্যমো বিনা ইন্টারনেটেই আর্থিক লেনদেন করা যাবে। জানানো হয়েছে, সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত লেনদেন করা যাবে ইউপিআই লাইটে। টাকা জমাও রাখা যাবে। ইউপিআই লাইটের ওয়ালেটে সর্বোচ্চ ২ হাজার টাকা জমা রাখা যাবে। ইন্টারনেট ছাড়া লেনদেনে অ্যাকাউন্ট পিনের প্রয়োজন নেই। পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার দাবি, ইউপিএ দুনিয়ার অন্যতম সুরক্ষিত পেমেন্টস অ্যাপ। ফলে প্রতারণাও কোনও সম্ভাবনা নেই।

কেন আনা হল ইউপিআই লাইট?

দেশের অনেক এলাকায় এখনও ইন্টারনেট সংযোগ দুর্বল। ৪জি কিংবা ৫জি-র বেগে ডাউনলোড তো অনেক দূর, ২জি-৩জির গতিতে ইন্টারনেট চলে সেখানে। সেই সব এলাকায় ছোটখাটো আর্থিক লেনদেনে সুবিধার জন্যই নেটবিহীন লেনদেনের প্রযুক্তি তৈরি করেছে পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। নেটবিহীন ইউপিআই-কে চালাবে ‘অ্যারন’। এই ‘অ্যারন’ হল থ্রেড সিরিজের আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা।

বিদেশেও ইউপিআই-

শুধু ভারতেই নয়, এবার বিদেশের মাটিতেও ইউপিআই সুবিধা মিলবে। সিঙ্গাপুর থেকে ফ্রান্স কিংবা সৌদি আরব- এই দেশগুলিতে ভারতীয় ইউপিআই ব্যবস্থা দিয়েও আর্থিক লেনদেন করা যাবে। এই তিন দেশের সঙ্গেই সম্প্রতি চুক্তি স্বাক্ষর করেছে ভারত।

বিদেশে ইউপিআই-র ব্যবস্থা প্রসঙ্গে জানানো হয়েছে, বিদেশে কর্মরত ভারতীয়দের বড় অংশের বড় ভরসা এই পেমেন্ট অ্যাপ। বিদেশ থেকে ভারতীয়রা ভারতে যে টাকা পাঠান, তাকে বলা হয় রেমিটেন্স। এই রেমিটেন্স ভারতীয় অর্থনীতির বড় ভরসা। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের পরিসংখ্যান বলছে, রেমিটেন্সের ৭০ শতাংশ ইউপিআইয়ের মাধ্যমে হচ্ছে। দেশের বাজারেও বাজার দখল ইউপিআইয়ের। খুচরো বাজারের ১৯ শতাংশ ইউপিআইয়ের অধীনে। অনলাইন পেমেন্টের ২৯ শতাংশ ইউপিআইয়ের মাধ্যমে হয়।

২০২২-র ডিসেম্বর মাসে ইউপিআইয়ের মাধ্যমে ১৩ লক্ষ কোটির লেনদেন হয়েছিল। ২০২৩-র মার্চে ইউপিআইতে ১৩ লক্ষ ৫০ কোটির লেনদেন হয়। ২০২৩-র জুনে ইউপিআই’র মাধ্যমে ১৪ লক্ষ কোটির ব্যবসা হয়। গত অগস্টেও লেনদেনের অঙ্ক ছাপিয়েছে ১৪ লক্ষ কোটি টাকা।