Cheap Medicine At Railway Station: জলের দরে এবার ওষুধও পাবেন রেল স্টেশনে, তালিকায় রয়েছে রাজ্যের একাধিক স্টেশনের নামও

Pradhan Mantri Jan Bhartiya Janaushadhi Kendra: প্রাথমিক স্তরে দেশের ৫০টি রেল স্টেশনে এই প্রধানমন্ত্রী জন ভারতীয় জনৌষধী কেন্দ্র খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে একদিকে যেমন রেলযাত্রীদের সুবিধা হবে, তেমনই যুব প্রজন্মের জন্য অনেক কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে।

Cheap Medicine At Railway Station: জলের দরে এবার ওষুধও পাবেন রেল স্টেশনে, তালিকায় রয়েছে রাজ্যের একাধিক স্টেশনের নামও
প্রতীকী চিত্রImage Credit source: Pixabay
Follow Us:
| Edited By: | Updated on: Aug 18, 2023 | 7:30 AM

নয়া দিল্লি: শুধু উন্নত যোগাযোগ ব্যবস্থাই নয়, যাত্রী সুবিধা ও পরিষেবাকেও বরাবর প্রাধান্য দিয়েছে ভারতীয় রেলওয়ে। সেই লক্ষ্যেই একাধিক নতুন নতুন পরিষেবা আনছে ভারতীয় রেল। এবার রেলের তরফে আনা হচ্ছে প্রধানমন্ত্রী জন ভারতীয় জনৌষধী কেন্দ্র। রেলযাত্রীদের চিকিৎসা ও সুস্বাস্থ্যের লক্ষ্যে বিভিন্ন রেলস্টেশনে তৈরি করা হবে বিশেষ কেন্দ্র। কম দামে ওষুধ থেকে চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে রেলস্টেশনগুলিতে।

কেন্দ্রীয় সরকারের তরফে প্রধানমন্ত্রী জন ভারতীয় জনৌষধী কেন্দ্র প্রকল্প আনা হয়েছে। এই কেন্দ্রগুলিতে উন্নত মানের ওষুধ পাওয়া যাবে। তার পাশাপাশি অন্যান্য ভোগ্যপণ্যও পাওয়া যাবে, তাও আবার সাধ্যের মধ্যে দামে। রেলযাত্রীরা সহজেই এই পরিষেবা পাবেন।

প্রাথমিক স্তরে দেশের ৫০টি রেল স্টেশনে এই প্রধানমন্ত্রী জন ভারতীয় জনৌষধী কেন্দ্র খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে একদিকে যেমন রেলযাত্রীদের সুবিধা হবে, তেমনই যুব প্রজন্মের জন্য অনেক কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে।

পাইলট প্রকল্প হিসাবে যে স্টেশনগুলিতে জনৌষধী কেন্দ্র খোলা হবে, তা হল-