Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Online Food Orders : অনলাইনে খাবার অর্ডারে রাশ টানতে চান? দেখুন ফুড ডেলিভারি অ্যাপের এই সেকশন

Online Food Orders : সুইগি একটি জনপ্রিয় ফুড ডেলিভারি অ্যাপ। সুইগিতে এবার কোনও ব্যবহারকারী তাঁর মোট ব্যয় দেখতে পাবেন।

Online Food Orders : অনলাইনে খাবার অর্ডারে রাশ টানতে চান? দেখুন ফুড ডেলিভারি অ্যাপের এই সেকশন
ফাইল ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Sep 12, 2022 | 8:26 PM

ভোজন রসিক বাঙালি। এই প্রবাদের সঙ্গে আমরা সকলেই পরিচিত। বাড়ির রান্না থেকে বিয়ে বাড়ি কবজি ডুবিয়ে খেতে বাঙালিকে প্রশিক্ষণ দিতে হয় না। বাদ যায় না রেঁস্তোরার খাবারও। বর্তমানের ব্যস্তময় জীবনে অনেকেরই রান্না করার সময় থাকে না। তাই বলে কি কেউ না খেয়ে থাকে। বিভিন্ন রেঁস্তোরা, পাড়ার রোলের দোকান তো রয়েছেই। তবে মানুষ এখন তুলনামূলকভাবে কুঁড়ে হয়ে গিয়েছে। বাড়ির বাইরে এক পা গিয়ে খাবার আনতেও গায়ে জ্বর আসে। এই অবস্থায় কী করণীয়? এই সমস্যার সমাধান হিসেবেও চলে এসেছে বিভিন্ন অনলাইন ফুড ডেলিভারি অ্যাপগুলি। এর মধ্যে জনপ্রিয় দুটি অ্য়াপ হল সুইগি এবং জ়োম্যাটো।

এখন ঘরে বসেই সুইগি বা জ়োম্যাটো অনলাইন ফুড ডেলিভারি অ্য়াপের মাধ্যমে পছন্দের রেঁস্তোরা থেকে পছন্দের খাবার উপভোগ করতে পারেন। হাইস পার্টি হোক বা এমনি খাওয়ার সাধ হলে সমাধান হিসেবে রয়েছেই এই ফুড ডেলিভারি অ্য়াপ। অনলাইন ফুড ডেলিভারি অ্যাপে খাবার অর্ডার করে খাবার অভ্যাস হয়েছে যে নিজেকে নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হয়ে ওঠে। আর এই অ্যাপগুলির অফারের ফাঁদে পা দিয়ে প্রায়সই অনেকেই খাবার অর্ডার করে ফেলেন। এই ঘন ঘন অর্ডারের প্রবণতা দেখা যাওয়ার ফলে আমরা এর পিছনে আমাদের খরচের হিসেব রাখতে পারি না। এক্ষেত্রে সমস্যার সমাধান নিয়ে এসেছে সুইগি। এই অ্যাপে খাবার অর্ডার করে কেউ কত টাকা ব্যয় করেছেন তা ব্যবহারকারীরা এই অ্যাপেই দেখতে পাবেন।

কীভেব দেখবেন জেনে নিন :

  • আপনার ইমেল ঠিকানা বা মোবাইল নম্বর দিয়ে swiggy.com এ আপনার অ্যাকাউন্টে লগ ইন করুন।
  • লগ ইন করার পর স্ক্রিনের ডান দিকে একদম উপরের কর্নারে আপনার নামে ক্লিক করুন।
  • সেই পেজের নীচে স্ক্রল করে নামুন এবং আপনার অর্ডার নির্বাচন করার পর ‘আরও অর্ডার দেখুন’ (View More Orders) এ ক্লিক করুন।
  • স্ক্রিনের একদম নীচে ‘Inspect’ এ ক্লিক করুন। তারপর ক্লিক করুন ‘Console’ এ।
  • এরপর আপনি দেখতে পাবেন আপনি নিজের সব অর্ডারে কত টাকা ব্যয় করেছেন।