Family Pension: যুগান্তকারী সিদ্ধান্ত কেন্দ্রের! পেনশনে ছেলে বা মেয়েকে নমিনি করতে পারবেন মহিলা কর্মীরা
Family pensioner: মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যেই কেন্দ্রের এই পদক্ষেপ বলে জানিয়েছেন জিতেন্দ্র সিং। তিনি জানান, এই সংশোধনীটি প্রধানমন্ত্রী মোদীর প্রতিটি ক্ষেত্রে নারীদের যথাযথ এবং বৈধ অধিকার দেওয়ার নীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ। এব্যাপারে মহিলা কর্মচারীরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন। সেই দাবি মেনে নিল কেন্দ্র।
নয়া দিল্লি: লোকসভা ভোটের আগে পেনশন নিয়ে যুগান্তকারী সিদ্ধান্ত কেন্দ্রের। এবার কেন্দ্রীয় সরকারের অধীনে কর্মরত মহিলা কর্মচারীরা তাঁদের ছেলে ও মেয়েকে পারিবারিক পেনশনের জন্য মনোনীত করতে পারবেন। সোমবার কেন্দ্রের তরফে এবিষয়ে বিবৃতি জারি করা হয়েছে।
সরকারি বিবৃতি অনুসারে, কেন্দ্র মহিলা কর্মীদের তাঁদের স্বামীর পরিবর্তে পারিবারিক পেনশনের জন্য তাদের ছেলে বা মেয়েকে মনোনীত করার অনুমতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে যে, আগে মৃত সরকারি কর্মচারী বা পেনশনভোগীর স্বামী অথবা স্ত্রীকে পারিবারিক পেনশন দেওয়া হত। তাঁর মৃত্যুর পর পরিবারের অন্যান্য যোগ্য সদস্য পেনশন পেতে পারতেন। কিন্তু, এবার মহিলা কর্মীরা স্বামীর বদলে সন্তানকেও পেনশনের জন্য মনোনীত করতে পারবেন।
কেন্দ্রীয় কর্মী প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং জানান, পেনশন এবং পেনশনভোগী কল্যাণ বিভাগ (DoPPW) কেন্দ্রীয় সিভিল সার্ভিসেস (পেনশন) বিধিমালা, ২০২১-এ একটি সংশোধনী এনেছে। নতুন সংশোধনী অনুসারে, মহিলা সরকারি কর্মচারী বা পেনশনভোগীদের পেনশন দেওয়ার অনুমতি দিয়েছে। অর্থাৎ এখন মহিলা সরকারি কর্মচারী তাঁদের সন্তানদের পারিবারিক পেনশনের জন্য মনোনীত করতে পারবেন। তবে যেখানে দাম্পত্য কলহ চলছে, বিবাহ-বিচ্ছেদের মামলা চলছে বা গার্হস্থ্য সহিংসতা আইন, যৌতুক নিষেধাজ্ঞা আইন বা ভারতীয় দণ্ডবিধির মতো আইনের অধীনে মামলা চলছে, সেই পরিস্থিতিতেই এটা করা যাবে।
মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যেই কেন্দ্রের এই পদক্ষেপ বলে জানিয়েছেন জিতেন্দ্র সিং। তিনি জানান, এই সংশোধনীটি প্রধানমন্ত্রী মোদীর প্রতিটি ক্ষেত্রে নারীদের যথাযথ এবং বৈধ অধিকার দেওয়ার নীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ। এব্যাপারে মহিলা কর্মচারীরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন। সেই দাবি মেনে নিল কেন্দ্র।
ডিওপিপিডব্লিউ বলেছে, মহিলা সরকারি কর্মচারী বা পেনশনভোগীকে সংশ্লিষ্ট অফিস প্রধানের কাছে লিখিত অনুরোধ জানাতে হবে যে চলমান মেয়াদে তাঁর মৃত্যুর ঘটনা ঘটলে, তাঁর যোগ্য সন্তান/সন্তানদের আগে পারিবারিক পেনশন প্রদান করতে হবে।
স্বামীও পারিবারিক পেনশন পাওয়ার যোগ্য হবেন
সরকারি নির্দেশিকায় বলা হয়েছে যে, মহিলা কর্মচারী পারিবারিক পেনশন প্রাপক হিসাবে সন্তানদের মনোনীত করলেও কিছু ক্ষেত্রে তাঁর স্বামীই পাবেন। যেমন, মহিলা সরকারি কর্মীর যদি স্বামী বেঁচে থাকেন এবং তাঁর যোগ্য সন্তান না থাকে তাহলে স্বামীই পারিবারিক পেনশন পাবে। আার মহিলার সন্তান যদি নাবালক হয় বা মানসিক ব্যাধিতে আক্রান্ত হয় এবং ওই শিশুর অভিভাবক বাবা হন, তাহলে তিনিই পারিবারিক পেনশন পাবেন। তবে সন্তান সাবালক হওয়ার পর এবং সে যোগ্য থাকলে সরাসরি পারিবারিক পেনশন তাকে দেওয়া হবে।