Budget 2024: ইন্দিরা গান্ধীর আমলে পেশ হয়েছিল ‘ব্ল্যাক বাজেট’, ঠিক কী ঘটেছিল?
Budget 2024: ১৯৭৩ সালের ২৮ ফেব্রুয়ারি সেই বাজেট পেশ করেছিলেন তৎকালীন অর্থমন্ত্রী। সেই সময় প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। পরবর্তীতে তিনিও অর্থমন্ত্রীও ছিলেন। তিনিই দেশের প্রথম মহিলা অর্থমন্ত্রী যিনি বাজেট পেশ করেছিলেন। আর নির্মলা সীতারামণ এবার ষষ্ঠ বাজেট পেশ করতে চলেছেন আগামী ১ ফেব্রুয়ারি।
নয়া দিল্লি: স্বাধীনতার পর থেকে বিভিন্ন সরকারের উত্থান-পতন দেখেছে দেশবাসী। এই ৭৬ বছরে একাধিক অর্থমন্ত্রী পেশ করেছেন দেশের সাধারণ বাজেট। প্রতিটি বাজেটের কিছু না কিছু বিশেষত্ব আছে। দেশের অর্থনীতিতে বিভিন্ন সময়ে ছাপ রেখেছেন অর্থমন্ত্রীরা। তবে আজ থেকে প্রায় ৫০ বছর আগে এমন এক বাজেট পেশ হয়েছিল, যা ব্ল্যাক বাজেট বলে পরিচিত আজও। তখন দেশের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। ১৯৭৩-৭৪ অর্থবর্ষের সেই বাজেটকেই ব্ল্যাক বাজেট বলে উল্লেখ করা হয়। সেই সময় দেশের অর্থমন্ত্রী ছিলেন যশবন্ত্র বি চাভান।
১৯৭৩ সালের ২৮ ফেব্রুয়ারি সেই বাজেট পেশ করেছিলেন তৎকালীন অর্থমন্ত্রী। সেই বাজেটে আর্থিক ঘাটতি ছিল অনেক বেশি। ৫৫০ কোটি টাকা ঘাটতি ছিল। সরকারের মোট আয়ের থেকে ব্যায় বেশি হয়ে গেলে তৈরি হয় আর্থিক ঘাটতি।
ওই বাজেটে জাতীয় বিমা সংস্থা ও কয়লা খনির জন্য ৫৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। সেই সময় কয়লার চাহিদা অত্যন্ত বেশি ছিল, তাই কয়লা জোগান দেওয়ার ক্ষেত্রে যাতে কোনও সমস্যা না হয় তার জন্য টাকা বরাদ্দ করা হয়েছিল। এত বেশি ঘাটতি থাকার কারণেই ওই বাজেটকে ব্ল্যাক বাজেট হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে।
উল্লেখ্য, ইন্দিরা গান্ধী ১৯৬৯ থেকে ১৯৭০ সাল পর্যন্ত দেশের অর্থমন্ত্রী ছিলেন। তিনি প্রথম অর্থমন্ত্রী হিসেবে বাজেট পেশ করেছিলেন।