Agniveer SSR Recruitment 2022: অগ্নিবীর এসএসআর পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত, আবেদনের জন্য হাতে বেশি সময় নেই
Agniveers: ১৯৫৯ সালের আইন অনুযায়ী ভারতীয় নৌসেনাতে এদের নাম নথিভুক্ত হবে। সব মিলিয়ে মোট ২৮০০টি পদে নিয়োগ করা হবে।
কেন্দ্রীয় সরকারের অগ্নিপথ প্রকল্প ঘোষণার পরই দেশজুড়ে প্রতিবাদ আন্দোলন শুরু হয়েছিল। এবার সেই অগ্নিপথ প্রকল্পের আওতায় অগ্নিবীর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ১৫ জুলাই শুক্রবার থেকে অগ্নিবীর এসএসআর পদে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। অবিবাহিত পুরুষ ও মহিলা প্রার্থীরা joinindiannavy.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন। ১৯৫৯ সালের আইন অনুযায়ী ভারতীয় নৌসেনাতে এদের নাম নথিভুক্ত হবে। সব মিলিয়ে মোট ২৮০০টি পদে নিয়োগ করা হবে। এরমধ্যে মহিলাদের জন্য ৫৬০টি শূন্যপদ রয়েছে। ২২ জুলাই অবধি আবেদন করা যাবে। নভেম্বর থেকে আইএনএস চিল্কাতে প্রশিক্ষণ শুরু হবে। আবেদনের জন্য ২৫০ টাকা আবেদন ফি জমা দিতে হবে।
শিক্ষাগত যোগত্যা: অঙ্ক এবং পদার্থবিদ্যার পাশাপাশি রসায়ন, জীববিদ্যা, কম্পিউটার সায়েন্সের মধ্যে কোনও একটি বিষয় নিয়ে সরকার স্বীকৃত কোন বোর্ড থেকে উচ্চমাধ্যমিক অথবা সমতুল পরীক্ষা পাশ করলেই এই পদে আবেদন করা যাবে।
বয়স: আবেদনকারীদের জন্ম ১ নভেম্বর ১৯৯৯ থেকে ৩০ এপ্রিল, ২০০৫ এর মধ্যে হতে হবে।
নিয়োগ পদ্ধতি: লিখিত পরীক্ষা, শারীরিক সক্ষমতার পরীক্ষা এবং মেডিক্যাল টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে।
কীভাবে আবেদন করবেন?
- ওয়েবসাইটে গিয়ে “Current opportunities”-এ ক্লিক করতে হবে।
- সেখানে নাম নথিভুক্ত করে লগইন করতে হবে।
- এসএসআর পদের লিঙ্কে ক্লিক করতে হবে এবং আবেদনপত্র পূরণ করে আবেদন ফি জমা দিতে হবে।
- ফর্ম জমা দিয়ে ভবিষ্যতের জন্য যাবতীয় তথ্য সংরক্ষণ করে রাখতে হবে।