PNB Recruitment: সুবর্ণ সুযোগ! লিখিত পরীক্ষা ছাড়াই ব্যাঙ্কে কর্মী নিয়োগ, এখনই আবেদন করুন

Recruitment News: অনেকেই সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতির সঙ্গে সঙ্গে ব্যাঙ্কে চাকরিরও প্রস্তুতি নিয়ে থাকেন। সাধারণত ব্যাঙ্কে চাকরির ক্ষেত্রে লিখিত পরীক্ষা হয়ে থাকে, কিন্তু লিখিত পরীক্ষা ছাড়াই ব্যাঙ্কে চাকরির বড় সুযোগ নিয়ে এসেছে পঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্ক।

PNB Recruitment: সুবর্ণ সুযোগ! লিখিত পরীক্ষা ছাড়াই ব্যাঙ্কে কর্মী নিয়োগ, এখনই আবেদন করুন
ছবি- প্রতীকী চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: May 19, 2022 | 12:37 PM

কলকাতা: চাকরির বাজার এই মুহূর্তে অনেকটাই নিম্নমুখী। করোনা চলাকালীন অনেকেই চাকরি হারিয়েছেন। চাকরি প্রার্থীদের চাকরির অভাব আরও প্রকট হয়ে উঠেছে। অনেকেই তাই নিরাপদ ও নিশ্চিত ভবিষ্যতের লক্ষে সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন। সরকারি চাকরিতে আকর্ষণীয় বেতনের পাশাপাশি চাকরির নিশ্চয়তা থাকার কারণে অনেকেই সেই দিকে ঝুঁকেছেন। তবে অনেকক্ষেত্রেই সরকারি চাকরির পরীক্ষা সময়মতো হয়না এই নিয়ে পরীক্ষার্থীদের বিস্তর অভাব অভিযোগ রয়েছে। অনেকেই সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতির সঙ্গে সঙ্গে ব্যাঙ্কে চাকরিরও প্রস্তুতি নিয়ে থাকেন। সাধারণত ব্যাঙ্কে চাকরির ক্ষেত্রে লিখিত পরীক্ষা হয়ে থাকে, কিন্তু লিখিত পরীক্ষা ছাড়াই ব্যাঙ্কে চাকরির বড় সুযোগ নিয়ে এসেছে পঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্ক। দেশের যে কোনও নাগরিক এই পদের জন্য আবেদন করতে পারেন। গ্রুপ ডি পদে এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে কর্মী নিয়োগ করা হবে। সব মিলিয়ে মোট ৮ টি শূন্যপদ রয়েছে। ২০ মে এর মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। তবে শুধুমাত্র মুর্শিদাবাদের বাসিন্দারা এই পদে আবেদন করতে পারবেন।

বিস্তারিত বিজ্ঞপ্তি দেখে নিন।

শিক্ষাগত যোগ্যতা

পঞ্জাব ন্যাশানাল পদে গ্রুপ ডি পদে আবেদনের জন্য কোনও স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে। পাশাপাশি ইংরেজি পড়া ও লেখার ন্যূনতম জ্ঞান থাকতে হবে।

বয়স ও বেতন

এই পদে আবেদনের জন্য আবেদনকারী চাকরিপ্রার্থীর ১/১/২০২২ এর হিসেবে ১৮ থেকে ২৪ বছর বয়স হতে হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন। এই পদে চাকরির জন্য নির্বাচিত হলে মাসিক ১৪ হাজার ৫০০ টাকা বেতন মিলবে। বেতনের পাশাপাশি অন্যান্য ভাতাও মিলবে।

আবেদন পদ্ধতি ও নথিপত্র

অফলাইনে আবেদন করতে হবে। আবেদনপত্র পূরণ করে যাবতীয় নথিপত্র যোগ করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। আবেদনের জন্য, শিক্ষাগত যোগ্যতার নথির পাশাপাশি, প্যান কার্ড, আধার কার্ড, ৪ কপি ফটো, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট লাগবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা- সার্কেল হেড, পঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্ক, মুর্শিদাবাদ সার্কেল অফিস, ২৬/১১ শহিদ সূর্যসেন রোড, পোস্ট অফিস- বহরমপুর, জেলা- মুর্শিদাবাদ, পিন-৭৪২১০১