BRO Recruitment : কেন্দ্রীয় সরকারের চাকরি আপনার হাতের মুঠোয়, শুধু লাগবে এই যোগ্যতা
BRO Recruitment : সেনার সংস্থায় ৮৭৬ টি পদে চলছে নিয়োগ। ১১ জুলাই অবধি আবেদন করা যাবে।
সরকারি চাকরি করার স্বপ্ন কে না দেখে। জীবনে একবার সরকারি চাকরি পেয়ে গেলেই সব খাজনা পাওয়া গিয়েছে বলে মনে করেন অনেকেই। তার অন্যতম কারণ বর্তমানে সরকারি চাকরির বেতন ও নিরাপত্তা। তাই কেন্দ্রীয় বা রাজ্য সরকারের অধীনে কোনও নিয়োগের বিজ্ঞপ্তির অপেক্ষায় থাকেন চাকরি প্রার্থীরা। এবার দশম ও দ্বাদশ পাশ চাকরি প্রার্থীদের জন্য সুখবর। কেন্দ্রীয় সরকার চলছে নিয়োগ। আবেদন করা যাবে ১১ জুলাই অবধি।
মোটা শূন্যপদ :
মোট ৮৭৬ টি শূন্যপদে চলছে নিয়োগ।
স্টোর কিপার টেকনিক্যাল (Store Keeper Technical) : ৩৭৭ টি
মাল্টি স্কিলড ওয়ার্কার [Multi Skilled Worker (Driver Engine Static)] : ৪৯৯ টি
শিক্ষাগত যোগ্যতা :
স্টোর কিপার টেকনিক্যাল (Store Keeper Technical) : কোনও স্বীকৃতপ্রাপ্ত বোর্ড থেকে দ্বাদশ শ্রেণি পাশ হতে হবে। যানবাহন বা ইঞ্জিনিয়ারিং সরঞ্জাম সম্পর্কিত স্টোর কিপিংয়ের অভিজ্ঞতা থাকতে হবে।
মাল্টি স্কিলড ওয়ার্কার (Driver Engine Static) : কোনও স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড থেকে মাধ্যমিক পাশ বা সমতুল্য কোনও পরীক্ষায় পাশ করতে হবে। এর পাশাপাশি মেক্যানিক মোটর/ যানবাহন/ ট্রাক্টর এর ক্ষেত্রে সার্টিফিকেট থাকতে হবে।
বয়সসীমা :
১১ জুলাই ২০২২ অনুযায়ী মাল্টি স্কিলড ওয়ার্কারের ক্ষেত্রে প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছর।
আবেদন মূল্য :
Gen/OBC/EWS প্রার্থীদের জন্য ৫০ টাকা ফি লাগবে। SC/ST ক্যাটেগরির প্রার্থীদের কোনও ফি লাগবে না।
নির্বাচনের পদ্ধতি :
সব আবেদনপত্রের যাচাইকরণের পর কয়েকটি পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে চাকরি প্রার্থীদের।
শারীরিক ক্ষমতা পরীক্ষা
প্র্যাকটিক্যাল পরীক্ষা (ট্রেড টেস্ট)
লিখিত পরীক্ষা
বেতন :
স্টোর কিপার টেকনিক্যাল : ১৯,৯০০-৬৩,২০০ (লেভেল ২)
মাল্টি স্কিলড ওয়ার্কার (Driver Engine Static) : ১৮,০০০ – ৫৬,৯০০ (লেভেল ১)
আবেদনের শেষ তারিখ :
১১ জুলাই, ২০২২
বিস্তারিত জানতে ক্লিক করুন।