Result 2023: আজ দশম ও দ্বাদশের ফল প্রকাশিত হবে? সতর্কতামূলক বিজ্ঞপ্তি জারি করল CBSE

পরীক্ষার্থীরা CBSE-র অফিসিয়াল ওয়েবসাইট cbse.gov.in ছাড়াও অনেক প্ল্যাটফর্মে তাদের CBSE বোর্ডের ফলাফল দেখতে পারে। Pariksha Sangam, Umang অ্যাপ, DigiLocker অ্যাপ, SMS এবং IVRS সিস্টেমের মাধ্যমে পরীক্ষার্থীরা তাদের CBSE-র দশম ও দ্বাদশের ফল চেক করতে পারবে।

Result 2023: আজ দশম ও দ্বাদশের ফল প্রকাশিত হবে? সতর্কতামূলক বিজ্ঞপ্তি জারি করল CBSE
প্রতীকী ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: May 11, 2023 | 12:31 AM

নয়া দিল্লি: CBSE বোর্ডের দশম (10th) ও দ্বাদশ (12th) পরীক্ষার ফলাফলের জন্য যারা অপেক্ষা করছে তাদের জন্য বোর্ডের তরফে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। CBSE বোর্ডের দশম ও দ্বাদশ পরীক্ষার ফল প্রকাশের প্রক্রিয়া এখনও চলছে। এখনও কোনও নির্দিষ্ট তারিখ জারি করা হয়নি। সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, CBSE বোর্ডের দশম ও দ্বাদশ পরীক্ষার ফলাফল ২০ মে-র মধ্যে ঘোষণা করা হতে পারে। যদিও সোশ্যাল মিডিয়ায় অনেক ভুয়ো নোটিফিকেশন শেয়ার করা হচ্ছে। সিবিএসই বোর্ড এই জাল বিজ্ঞপ্তি সম্পর্কে একটি সতর্কতা জারি করেছে। CBSE বোর্ডের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল- @cbseindia29 ফলাফলের তারিখ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করবে।

CBSE বোর্ডের সতর্কতামূলক বিজ্ঞপ্তি

CBSE বোর্ড সূত্রে খবর, চলতি বছর দশম ও দ্বাদশ মিলিয়ে ৩৮ লক্ষেরও বেশি শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে। তারা ফলাফলের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। যার মধ্যে দশম শ্রেণীতে মোট ২১,৮৬,৯৪০ জন এবং দ্বাদশ শ্রেণীতে পরীক্ষা দিয়েছে ১৬,৯৬,৭৭০ জন। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভুয়ো নোটিসে তাদের সকলেরই ঘুম উড়েছে।

ইতিমধ্যে পরীক্ষার্থীদের অনেকেই দশম ও দ্বাদশ পরীক্ষার ফল কবে প্রকাশিত হবে এবং সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া নোটিসটির সত্যতা সম্পর্কে CBSE বোর্ডের কাছে জানতে চায়। তার প্রেক্ষিতেই এবার CBSE-র তরফে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত নোটিসটি ভুয়ো বলে টুইট করা হয়েছে। ফল কবে প্রকাশিত হবে এবং কোথায় দেখা যাবে, সেটা CBSE-র অফিসিয়ালে ওয়েবসাইটে জানা যাবে বলেও কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে।

CBSE বোর্ডের ফলাফল কোথায় দেখতে পাবেন? পরীক্ষার্থীরা CBSE-র অফিসিয়াল ওয়েবসাইট cbse.gov.in ছাড়াও অনেক প্ল্যাটফর্মে তাদের CBSE বোর্ডের ফলাফল দেখতে পারে। Pariksha Sangam, Umang অ্যাপ, DigiLocker অ্যাপ, SMS এবং IVRS সিস্টেমের মাধ্যমে পরীক্ষার্থীরা তাদের CBSE-র দশম ও দ্বাদশের ফল চেক করতে পারবে।

পরীক্ষার্থীরা ওয়েবসাইটে ফল দেখতে পেলেও নিজেদের স্কুল থেকেই আসল মার্কশিট পাবে। Digilocker থেকেও সিবিএসই বোর্ডের ফলাফল চেক করার লিঙ্কটি সক্রিয় করা হয়েছে। পরীক্ষার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট- cbseservices.digilocker.gov.in-এ গিয়েও ফলাফল দেখতে পারেন।