Central Govt Job: কেন্দ্রীয় সরকারি দফতরে ৩২৫ শূন্যপদে নিয়োগ শুরু, জেনে নিন সব তথ্য
Central Govt Job: এই চাকরির সুযোগ পেলে বেতন নিয়ে ভাবতে হবে না। উচ্চ বেতন নিশ্চিত। শতাধিক পদে নিয়োগ হবে। ইতিমধ্যেই সেই প্রক্রিয়া শুর হয়েছে।
নয়া দিল্লি: সেন্টার ফর ডেভেলপমেন্ট অব অ্যাডভান্সড কম্পিউটিং বা সিডিএসি-তে চাকরির সুযোগ। সরকারি চাকরির একটি দুর্দান্ত সুযোগ। সিনিয়র প্রজেক্ট ইঞ্জিনিয়ারসহ একাধিক পদে নিয়োগ করা হচ্ছে। যদি কেই এই পদে জন্য আবেদন করতে চান, তাহলে অফিসিয়াল ওয়েবসাইট cdac.in-এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ইতিমধ্যেই।
এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে মোট ৩২৫টি শূন্যপদে নিয়োগ করা হবে। যে সব প্রার্থী এই পদগুলির জন্য আবেদন করছেন তাঁদের আবেদনের শেষ তারিখ ২০ ফেব্রুয়ারি।
কোন পদে কতগুলি শূন্যপদ আছে জেনে নিন
প্রজেক্ট অ্যাসোসিয়েট বা জুনিয়র ফিল্ড অ্যাপ্লিকেশন ইঞ্জিনিয়ার: ৪৫টি পদ
প্রকল্প প্রযুক্তিবিদ (অভিজ্ঞ): ৭৫টি শূন্যপদ
সিনিয়র প্রজেক্ট ইঞ্জিনিয়ার (পিএসএন্ডও) অফিসার: ৭৫টি শূন্যপদ
প্রজেক্ট ম্যানেজার/প্রোগ্রাম (PS&O) ম্যানেজার: ১৫টি শূন্যপদ
প্রকল্প কর্মকর্তা (ISEA): ৩ টি শূন্যপদ
প্রকল্প কর্মকর্তা (অর্থ): ১টি শূন্যপদ
প্রজেক্ট অফিসার (আউটরিচ অ্যান্ড প্লেসমেন্ট): ১টি শূন্যপদ
প্রজেক্ট সাপোর্ট স্টাফ: ১টি শূন্যপদ
প্রজেক্ট সাপোর্ট স্টাফ (HRD): ১টি শূন্যপদ
প্রজেক্ট সাপোর্ট স্টাফ (লজিস্টিকস অ্যান্ড ইনভেন্টরি): ১টি শূন্যপদ
প্রজেক্ট সাপোর্ট স্টাফ (অ্যাডমিন): ২টি শূন্যপদ
প্রজেক্ট সাপোর্ট স্টাফ (অর্থ): ৪টি শূন্যপদ
প্রজেক্ট টেকনিশিয়ান : ১টি শূন্যপদ
সিনিয়র প্রজেক্ট ইঞ্জিনিয়ার সার্ভিস অ্যান্ড আউটরিচ (পিএসএন্ডও) অফিসার: ১০০টি শূন্যপদ
মোট শূন্যপদ: ৩২৫টি
কোন পদে বয়সসীমা কত
প্রকল্প সহযোগী/জুনিয়র ফিল্ড অ্যাপ্লিকেশন ইঞ্জিনিয়ার: সর্বোচ্চ বয়স ৩০ বছর
প্রকল্প প্রযুক্তিবিদ (অভিজ্ঞ), সব ক্ষেত্রের প্রজেক্ট সাপোর্ট স্টাফ: ৩৫ বছর
প্রজেক্ট ম্যানেজার/ম্যানেজার/নলেজ পার্টনার/ সার্ভিস অ্যান্ড আউটরিচ (পিএসএন্ডও) ম্যানেজার, প্রকল্প কর্মকর্তা (আইএসইএ), প্রকল্প কর্মকর্তা (অর্থ), প্রকল্প কর্মকর্তা (আউটরিচ অ্যান্ড প্লেসমেন্ট): সর্বোচ্চ বয়স ৫০ বছর।
প্রজেক্ট টেকনিশিয়ান: সর্বোচ্চ ৩০ বছর
সিনিয়র প্রজেক্ট ইঞ্জিনিয়ার/মডিউল লিড/প্রজেক্ট লিড/প্রোডাক্ট সার্ভিস অ্যান্ড আউটরিচ (PS&O) অফিসার: সর্বোচ্চ বয়স ৪০ বছর