SBI Recruitment: বাংলায় শতাধিক পদে নিয়োগ করছে SBI, কীভাবে করবেন আবেদন?

SBI Recruitment: SBI-তে সার্কেল বেসড অফিসার পদে নিয়োগ করা হচ্ছে। ৮ ডিসেম্বর অবধি করা যাবে আবেদন।

SBI Recruitment: বাংলায় শতাধিক পদে নিয়োগ করছে SBI, কীভাবে করবেন আবেদন?
ফাইল ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Oct 19, 2022 | 8:30 AM

অনেকেই ব্যাঙ্কের চাকরির স্বপ্ন দেখেন। সেই উদ্দেশ্যে ছোটো থেকেই শুরু করেন প্রস্তুতি। এবার অগ্নিপরীক্ষার পালা। এতদিন অপেক্ষায় থাকা ব্যাঙ্কের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। দেশজুড়ে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভারতীয় স্টেট ব্যাঙ্ক। এই নিয়োগ সম্বন্ধে বিস্তারিত জেনে নিন।

নিয়োগকারী সংস্থা :

ভারতীয় ব্যাঙ্ক অব ইন্ডিয়া (State Bank of India)

পদের নাম :

সার্কেল বেসড অফিসার (Circle Based Officer) পদে নিয়োগ করা হবে।

মোট শূন্যপদের সংখ্যা:

মোট ১৪২২ টি পদে নিয়োগ করা হচ্ছে।

মধ্য প্রদেশ/ছত্তীসগঢ়: ১৮৩ টি

ওড়িশা : ১৭৫ টি

তেলঙ্গানা : ১৭৬ টি

রাজস্থান: ২০১ টি

পশ্চিমবঙ্গ/ সিকিম/ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ : ১৭৫ টি

মহারাষ্ট্র/ গোয়া : ২১২ টি

অসম/অরুণাচল প্রদেশ/মণিপুর/ মেঘালয়/ মিজ়োরাম/ নাগাল্যান্ড/ ত্রিপুরা : ৩০০ টি

বেতন :

প্রতি মাসে বেতন মিলবে ৩৬,০০০ থেকে ৬৩,৮৪০ টাকা।

নিয়োগস্থল :

ভারতের বিভিন্ন রাজ্যে নিয়োগ করা হচ্ছে।

শিক্ষাগত যোগ্যতা :

এসবিআই-র তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কোনও স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে প্রার্থীদের স্নাতক পাস করতে হবে।

বয়সসীমা:

২০২২ সালের ৩০ সেপ্টেম্বর অনুযায়ী, প্রার্থীর বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে কেন্দ্রের সরকারি সংরক্ষণের নিয়ম অনুযায়ী, সংরক্ষিত প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।

আবদেনমূল্য:

জেনারেল ক্যাটেগরি, আর্থিকভাবে দুর্বল শ্রেণি, অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রার্থীদের আবেদন মূল্য বাবদ ৭৫০ টাকা করে দিতে হবে। তফসিলি জনজাতি, তফসিলি উপজাতি ও বিশেষভাবে সক্ষম প্রার্থীদের কোনও আবেদনমূল্য দিতে হবে না। অনলাইনে এই ফি জমা দিতে হবে।

নির্বাচন পদ্ধতি:

অনলাইন পরীক্ষা, স্ক্রিনিং ও ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে।

আবেদন পদ্ধতি :

অনলাইনে করতে হবে আবেদন।

আবেদনের শেষ দিন:

৭ নভেম্বর অবধি কর যাবে আবেদন।

অনলাইন পরীক্ষার দিন:

৪ ডিসেম্বর অনলাইন পরীক্ষা নেওয়া হবে।

নিয়োগ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

আবেদন করতে ক্লিক করুন- https://ibpsonline.ibps.in/sbicbosep22/