বড় ঘোষণা Tech Mahindra সংস্থার, এই রাজ্যে নিয়োগ করা হবে ৩০০০ কর্মী

Recruitment 2022: দেশের পঞ্চম বৃহত্তম তথ্য প্রযুক্তি রফতানিকারক সংস্থা টেক মাহিন্দ্রা জানাল, তারা ৩ হাজার কর্মী নিয়োগ করবে। আগামী ৫ বছরে এই কর্মী নিয়োগ করা হবে।

বড় ঘোষণা Tech Mahindra সংস্থার,  এই রাজ্যে নিয়োগ করা হবে ৩০০০ কর্মী
ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Oct 20, 2022 | 8:35 AM

নয়া দিল্লি: করোনাকালে চাকরির বাজারে মন্দা নামলেও,  সংক্রমণ কমতেই ধীরে ধীরে হাল ফিরেছে চাকরির। তৈরি হচ্ছে একাধিক সরকারি-বেসরকারি কর্মসংস্থানের সুযোগ। এবার দেশের অন্যতম বড় প্রযুক্তি সংস্থা টেক মাহিন্দ্রার তরফেও কর্মী নিয়োগের কথা ঘোষণা করা হল। দেশের পঞ্চম বৃহত্তম তথ্য প্রযুক্তি রফতানিকারক সংস্থা টেক মাহিন্দ্রা জানাল, তারা ৩ হাজার কর্মী নিয়োগ করবে। আগামী ৫ বছরে এই কর্মী নিয়োগ করা হবে। শুধুমাত্র গুজরাটেই এই কর্মী নিয়োগ করা হবে।

বাণিজ্য ক্ষেত্রে দ্রুত উন্নতি করছে গুজরাট। বাকি রাজ্যকে ছাপিয়ে বর্তমানে গুজরাট বাণিজ্যের প্রাণকেন্দ্র হয়ে উঠছে। সেই কারণেই একাধিক সংস্থা গুজরাটে নিজেদের বাণিজ্য বাড়াচ্ছেন। এবার টেক মাহিন্দ্রাও গুজরাটে নিজেদের বিস্তার বাড়াতে বিপুল সংখ্যক কর্মীনিয়োগের কথা ঘোষণা করা হল।

গুজরাটে বর্তমানে টেক মাহিন্দ্রার কত সংখ্যক কর্মী রয়েছে, তা জানা না গেলেও, আগামী ৫ বছরের মধ্যে রাজ্য়ে ৩ হাজার কর্মী নিয়োগ করা যাবে। গুজরাট সরকারের সঙ্গে মাহিন্দ্রা সংস্থা ইতিমধ্যেই মউ স্বাক্ষর করেছে। এই চুক্তির অধীনে মাহিন্দ্রা সংস্থা ইঞ্জিনিয়ারের চাহিদা যেমন পূরণ করবে, তেমনই রাজ্য়ে ব্যবসা-বাণিজ্য সহজ করবে।

গুজরাট সরকারের তরফে জানানো হয়েছে, আইটি নীতির অধীনে সরকার এখনও অবধি ১৫টি মউ স্বাক্ষর করেছে দেশীয় ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে। এই চুক্তির অধীনে ২৬ হাজার ৭৫০ দক্ষ কর্মীর কর্মসংস্থানের সুযোগ হবে।