Government Jobs : রাজ্যের বাসিন্দাদের জন্য এটাই সুবর্ণ সুযোগ, দশম পাশেই কেন্দ্রীয় বাহিনীতে চাকরি

Government Jobs : কেন্দ্রীয় বাহিনীতে চাকরির বড় সুযোগ। পশ্চিমবঙ্গের নাগরিকদের জন্য একাধিক শূন্যপদে চলছে নিয়োগ। ২০ জুলাই অবধি করা যাবে আবেদন।

Government Jobs : রাজ্যের বাসিন্দাদের জন্য এটাই সুবর্ণ সুযোগ, দশম পাশেই কেন্দ্রীয় বাহিনীতে চাকরি
ছবি- প্রতীকী চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Jun 09, 2022 | 9:45 AM

সরকারি চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ। সেনাবাহিনীতে চলছে নিয়োগ। একাধিক বিভিন্ন পদে আবেদন করা যাচ্ছে। দেরি না করে এখনি আবেদন করতে পারেন চাকরি প্রার্থীরা। পশ্চিমবঙ্গের বাসিন্দাদের জন্যও রয়েছে সুযোগ। এই নিয়োগের বিষয়ে বিস্তারিত জেনে নিন…

শূন্যপদ :

মোট ১৩৮০ টি শূন্যপদে চলছে নিয়োগ।

আন্দামান ও নিকোবর – ১ অন্ধ্রপ্রদেশ – ৭২ অরুণাচল প্রদেশ – ৪২ অসম – ৫৭ বিহার – ১০৭ চণ্ডীগড় – ২ ছত্তীসগঢ় – ৩২ দাদরা এবং হাভেলি – ১ দিল্লি – ১২ দমন ও দিউ – ১ গোয়া – ৩ গুজরাট – ৫০ হরিয়ানা – ১৪ হিমাচল প্রদেশ – ৪ জম্মু ও কাশ্মীর – ২৬ ঝাড়খণ্ড – ৫৩ কর্নাটক – ৫১ কেরল – ৩৯ লাক্ষাদ্বীপ – ১ মধ্যপ্রদেশ – ৪৭ মহারাষ্ট্র – ৭১ মণিপুর – ৭৯ মেঘালয় – ৭ মিজোরাম – ৮৫ নাগাল্যান্ড – ১১৫ ওড়িশা – ৫১ পুদুচেরি – ২ পঞ্জাব – ১৮ রাজস্থান – ৪১ তামিলনাড়ু – ৫৭ তেলঙ্গনা – ৪৬ ত্রিপুরা – ৭ উত্তর প্রদেশ – ১২৩ উত্তরাখণ্ড – ৭ পশ্চিমবঙ্গ- ৫৬

বয়সসীমা :

ট্রেড – সেতু ও রাস্তা – ১৮ থেকে ২৩ বছর ট্রেড – ক্লার্ক – ১৮ থেকে ২৫ বছর ট্রেড – ধর্মীয় শিক্ষক – ১৮ থেকে ৩০ বছর ট্রেড – অপারেটর রেডিয়ো এবং লাইন – ১৮ থেকে ২৫ বছর ট্রেড – রেডিয়ো মেকানিক – ১৮ থেকে ২৩ বছর ট্রেড – আর্মারার – ১৮ থেকে ২৩ বছর ট্রেড – ল্যাবরেটরি সহকারী – ১৮ থেকে ২৩ বছর ট্রেড – নার্সিং সহকারী – ১৮ থেকে ২৩ বছর ট্রেড – AYA (পালা-মেডিক্যাল) – ১৮ থেকে ২৫ বছর ট্রেড – ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট – ২১ থেকে ২৩ বছর ট্রেড – ওয়াশারম্যান – ১৮ থেকে ২৩ বছর

আবেদন মূল্য :

গ্রুপ B পদের জন্য আবেদনপ্রার্থীকে দিতে হবে ২০০ টাকা।

গ্রুপ C পদের জন্য আবেদনপ্রার্থীকে দিতে হবে ১০০ টাকা।

মহিলা/Ex-S/SC/ST ক্যাটেগরির প্রার্থীদের কোনও ফি দিতে হবে না।

নির্বাচনের পদ্ধতি :

আবেদনপত্রের যাচাইকরণের পর নিম্নলিখিত ধাপের মাধ্যমে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে।

শারীরিত ক্ষমতা পরীক্ষা (Physical Standard Test) শারীরিক দক্ষতা পরীক্ষা (Phycial Efficiency Test) লিখিত পরীক্ষা

আবেদনের শেষ তারিখ :

২০ জুলাই অবধি করা যাবে আবেদন।

বিস্তারিত জানতে ক্লিক করুন