AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TCS Recruitment 2022: ফ্রেশারদের জন্য দারুণ সুযোগ, ৪০ হাজার শূন্যপদে নিয়োগ চলছে TCS-এ, কীভাবে আবেদন করবেন জানুন…

TCS Recruitment 2022: টিসিএসের তরফে জানানো হয়েছে,টিসিএস ম্যানেজমেন্ট হায়ারিং প্রোগ্রামের অধীনে ২০২২-২৩ অর্থবর্ষের জন্য স্নাতকদের নিয়োগ প্রক্রিয়া শুরু করা হচ্ছে।

TCS Recruitment 2022: ফ্রেশারদের জন্য দারুণ সুযোগ, ৪০ হাজার শূন্যপদে নিয়োগ চলছে TCS-এ, কীভাবে আবেদন করবেন জানুন...
ফাইল চিত্র
| Edited By: | Updated on: Jun 10, 2022 | 8:00 AM
Share

নয়া দিল্লি: করোনাকালে চাকরি হারাতে হয়েছিল লক্ষাধিক মানুষকে। এর মধ্যে অধিকাংশই তথ্য প্রযুক্তি সংস্থায় কর্মরত ছিলেন। সংক্রমণের দুই বছর পার হওয়ার পর ফের একবার কর্মসংস্থানের সুযোগ হচ্ছে তথ্য প্রযুক্তি সংস্থাগুলিতে। টাটা কনসাল্টেন্সি সার্ভিস বা টিসিএসে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ করা হবে। এই পদগুলিতে আবেদনের জন্য প্রার্থীদের কোনও অভিজ্ঞতার প্রয়োজন নেই। সদ্য স্নাতকোত্তর স্তর পার করেছেন যাঁরা, তাঁরা এই পদে আবেদন করতে পারবেন।

টিসিএসের তরফে জানানো হয়েছে,টিসিএস ম্যানেজমেন্ট হায়ারিং প্রোগ্রামের অধীনে ২০২২-২৩ অর্থবর্ষের জন্য স্নাতকদের নিয়োগ প্রক্রিয়া শুরু করা হচ্ছে। ম্যানেজমেন্ট শাখায় যারা স্নাতক স্তর পাশ করেছে, তাদের এই শূন্যপদগুলিতে নিয়োগ করা হবে।

কারা আবেদন করতে পারবেন?

২০২০, ২০২১ ও ২০২২ সালে যারা স্নাতক স্তর পাশ করেছেন, তারা এই শূন্যপদগুলিতে আবেদন করতে পারবেন।

শূন্যপদের সংখ্যা-

২০২৩ অর্থবর্ষের মধ্যে প্রায় ৪০ হাজারেরও বেশি কর্মচারী নিয়োগ করা হবে।

বয়সসীমা-

টিসিএস সংস্থার তরফে জানানো হয়েছে, আবেদনকারীদের ন্যূনতম ১৮ বছর হতে হবে এবং সর্বাধিক বয়স ২৮ বছর অবধি হতে পারে।

শিক্ষাগত যোগ্যতা-

আবেদনকারীদের অবশ্যই এমবিএ পাশ হতে হবে অথবা বিজনেস অ্যানালিটিক্স, মার্কেটিং, ফিন্যান্স, অপারেশন, সাপ্লাই চেইন ম্য়ানেজমেন্ট, ইনফরমেশন টেকনোলজি, জেনারেল ম্যানেজমেন্ট, বিজনেস অ্যানালিটিক্স ও প্রজেক্ট ম্যানেজমেন্টে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা থাকতে হবে। আবেদনকারীদের অবশ্যই বি.টেক ডিগ্রি থাকতে হবে। তবে কারোর যদি দুই বছরের বেশি সময় পড়াশোনায় ছেদ পড়ে, তবে তারা আবেদন করতে পারবেন না। বাকিদের ক্ষেত্রেও পড়াশোনায় কোনও কারণে ছেদ পড়লে, তার জন্য যাবতীয় তথ্য প্রমাণ পেশ করতে হবে।

কীভাবে আবেদন করবেন?

প্রথমেই টিসিএসের পোর্টালে লগ ইন করতে হবে।

এরপরে ‘টিসিএস এমবিএ হায়ারিং প্রোগ্রামে’ ক্লিক করে নিজের নাম রেজিস্ট্রার করতে হবে এবং আবেদনপত্র ফিল আপ করতে হবে।

নাম নথিভুক্ত করা হয়ে গেলে “ট্রাক ইউর অ্যাপ্লিকেশন” বলে একটি অপশন আসবে। সেখানে আপনার আবেদনপত্র গৃহীত হয়েছে কি না, তা জানতে পারবেন।