Indian Coast Guard Recruitment 2023: ৫৬ হাজার টাকা বেতন, ইন্ডিয়ান কোস্ট গার্ডে চলছে নিয়োগ, আবেদন করুন এখনই
Indian Coast Guard Recruitment 2023: ইন্ডিয়ান কোস্ট গার্ডের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অ্যাসিস্টেন্ট কম্যান্ডান্ট পদে কর্মী নিয়োগ করা হবে। যেকোনও বিষয়ে স্নাতকরা এই শূন্য়পদে আবেদন করতে পারেন।
কলেজ পাশ করে যারা চাকরি খুঁজছেন, তাদের জন্য রয়েছে ভাল খবর। যারা দেশের জন্য সেবা করতে চান, তাদের কাছে সরকারি চাকরির দারুণ সুযোগ রয়েছে। ইন্ডিয়ান কোস্ট গার্ডে (Indian Coast Guard) চলছে কর্মী নিয়োগ। কেন্দ্রীয় এই সংস্থায় অ্যাসিস্টেন্ট কম্যান্ডান্ট (Assistant Commandant) পদে কর্মী নিয়োগ করা হবে। পুরুষ ও মহিলা-উভয়ই এই শূন্যপদে আবেদন করতে পারেন।
ইন্ডিয়ান কোস্ট গার্ডের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অ্যাসিস্টেন্ট কম্যান্ডান্ট পদে কর্মী নিয়োগ করা হবে। যেকোনও বিষয়ে স্নাতকরা এই শূন্য়পদে আবেদন করতে পারেন। অভিজ্ঞতাসম্পন্নরা যেমন এই পদে আবেদন করতে পারবেন, তেমনই নবাগতরাও আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ– এই শূন্যপদে ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগামী ৯ ফেব্রুয়ারি অবধি এই শূন্যপদে আবেদন করা যাবে।
মোট আসন– মোট ৭১টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এরমধ্যে জেনারেল ডিউটি বা সিপিএল পদে ৫০ জনকে নিয়োগ করা হবে। টেকনিক্যাল (ইঞ্জিনিয়ারিং) বা টেকনিক্য়াল (ইলেকট্রিক্যাল) পদে ২০ জনকে নিয়োগ করা হবে। একটি পদে আইনজাবী নিয়োগ করা হবে।