Recruitment News: ৩৫৭ শূন্যপদে প্রচুর নিয়োগ, কীভাবে আবেদন করবেন জানুন

Recruitment News: ২০ নভেম্বর পর্যন্ত আবেদন করার সময় আছে। aiimsbhopal.edu.in- এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।

Recruitment News: ৩৫৭ শূন্যপদে প্রচুর নিয়োগ, কীভাবে আবেদন করবেন জানুন
প্রতীকী চিত্রImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Oct 31, 2023 | 12:28 AM

ভোপাল: দেশের অন্যতম বড় হাসপাতাল এইমস-এ চলছে নিয়োগ। মধ্যপ্রদেশে ভোপালের সেই হাসপাতালে একাধিক শূন্যপদে নিয়োগ করা হবে বলে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোন পদে কত নিয়োগ করা হবে, সেটাও নির্ধারণ করা হয়েছে।

সব মিলিয়ে মোট ৩৫৭ জনকে নিয়োগ করা হবে ওই হাসপাতালে। ২০ নভেম্বর পর্যন্ত আবেদন করার সময় আছে। aiimsbhopal.edu.in- এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।

কোন পদে কত নিয়োগ হবে, একনজরে দেখে নিন-

১. হাসপাতাল অ্যাটেন্ড্যান্ট গ্রেড ২- ১০৬টি শূন্যপদয

২. ল্যাব অ্যাটেন্ড্যান্ট গ্রেড ৩- ৪১ টি শূন্যপদ।

৩. মেডিক্যাল রেকর্ড টেকনিশিয়ান- ৩৮ টি শূন্যপদ।

৪. ফার্মাসিস্ট গ্রেড ২- ২৭ টি শূন্যপদ।

৫. ওয়ারম্যান- ২০ টি শূন্যপদ।

৬. স্যানিটারি ইন্সপেক্টর গ্রেড ২- ১৮ টি শূন্যপদ।

৭. প্লাম্বার- ১৫ টি শূন্যপদ।

৮. আর্টিস্ট- ১৪ টি শূন্যপদ।

৯. ক্যাশিয়ার- ১৩ টি শূন্যপদ।

১০. লিফট অপারেটর- ১২ টি শূন্যপদ।

১১. জুনিয়র মেডিক্যাল রেকর্ড অফিসার- ৫ টি শূন্যপদ।

১২. ম্যানিফোল্ড টেকনিশিয়ান- ৬ টি শূন্যপদ।

১৩. ইলেকট্রিশিয়ান- ৬ টি শূন্যপদ।

১৪. ডার্ক রুম অ্যাসিস্ট্যান্ট- ৫ টি শূন্যপদ।

১৫. অ্যাসিস্ট্যান্ট লন্ড্রি সুপারভাইজার- ৪ টি শূন্যপদ।

১৬. ডিসপেন্সিং অ্যাটেন্ড্যান্টস- ৪ টি শূন্যপদ।

১৭. মেকানিক- ৪ টি শূন্যপদ।

১৮. লাইব্রেরি অ্যাটেন্ড্যান্ট গ্রেড- ৩ টি শূন্যপদ।

১৯. লাইনম্যান- ২ টি শূন্যপদ।

২০. টেলর গ্রেড ৩- ২ টি শূন্যপদ।

২১. ল্যাব টেকনিশিয়ান- ১টি শূন্যপদ।

২২. ফার্মা কেমিস্ট- ১টি শূন্যপদ।

২৩. কোডিং ক্লার্ক- ১ টি শূন্যপদ।

২৪. ম্যানিফোল্ড রুম অ্য়াটেন্ট্যান্ড- ১ টি শূন্যপদ।

এইমস ভোপাল-এর ওয়েবসাইটে গেলেই পাওয়া যাবে বয়স, যোগ্যতা, আবেদনের প্রক্রিয়া সহ সব খুঁটিনাটি তথ্য।