Government Jobs : বিশ্ববিদ্যালয়ে চাকরির বড় সুযোগ! ইন্টারভিউয়ে বাজিমাত করলেই মাস গেলে পাবেন ৩৫ হাজার টাকা
Government Jobs : উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ করা হচ্ছে। ৮ জুলাই দিতে হবে ইন্টারভিউ।
করোনা পরবর্তী সময়ে চাকরির বাজার এমনিতেই খারাপ। তার মধ্যে লাগামহীন মূল্যস্ফীতি। সব মিলিয়ে মিশিয়ে নাজেহাল অবস্থা মধ্যবিত্তের। বেসরকারি চাকরিতে নেই কোনও নিশ্চয়তা। করোনা কালেও বেসরকারি ক্ষেত্রে বহু লোকের চাকরি যাওয়ার খবর মিলেছে। এই পরিস্থিতিতে সরকারি চাকরির দিকেই ঝোঁকটা বেশি থাকে আমজনতার। কারণ সরকারি চাকরিতে ছাঁটাইয়ের ভয়টা অপেক্ষাকৃত কম। এবার সরকারি চাকরির দিশা খুলে গেল। উত্তর বঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে (UBKV) জেআরএফ সহ বিভিন্ন পদে নিয়োগ চলছে। এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জেনে নেওয়া যাক-
নিয়োগকারী সংস্থা :
উত্তর বঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় (Uttar Banga Krishi Viswavidyalaya)
মোট শূন্যপদ :
মোট ৬ ট পদে নিয়োগ করা হবে।
পদের নাম :
জেআরএফ, ফিল্ড অ্যাসিসটেন্ট পদে নিয়ো করা হচ্ছে।
জুনিয়র রিসার্চ ফেলোর জন্য রয়েছে ২ টি শূন্যপদ এবং ফিল্ড অ্যাসিসট্যান্টের জন্য রয়েছে ৪ টি শূন্যপদ।
শিক্ষাগত যোগ্যতা :
জুনিয়র রিসার্চ ফেলো পদের জন্য প্রার্থীকে হর্টিকালচার /পোস্ট-হারভেস্ট টেকনোলজি/ ফুড টেকনোলজি/ ফুড অ্যান্ড নিউট্রিশন / কৃষিজ অর্থনীতি/ কৃষিজ এক্সটেনশন নিয়ে এমএসসি করতে হবে।
ফিল্ড অফিসারের জন্য কৃষিজ ইঞ্জিনিয়ারিং, হর্টিকালচারে বিএসসি ডিগ্রি এবং কৃষিজ ইঞ্জিনিয়ারিংয়ে বিই বা বিটেক করতে হবে প্রার্থীকে।
নিয়োগস্থল :
পশ্চিমবঙ্গের কোচবিহারে করা হবে নিয়োগ।
বেতন :
জুনিয়র রিসার্চ ফেলোরা মাস গেলে বেতন পাবেন ৩১ হাজার থেকে ৩৫ হাজার টাকা ।
ফিল্ড অ্যাসিসট্যান্টের মাসিক বেতন ২২ হাজার টাকা।
বয়য়সীমা :
১ জুলাই অনুযায়ী, প্রার্থীর সর্বাধিক বয়স হতে হবে ৪০ বছর।
আবেদন মূল্য :
কোনও আবেদন ফি লাগবে না।
ইন্টারভিউয়ের দিনক্ষণ :
৮ জুলাই ইন্টারভিউের দিন স্থির হয়েছে।
নির্বাচন পদ্ধতি :
ওয়াক-ইন ইন্টারভিউয়ের মাধ্যমে বেছে নেওয়া হবে যোগ্য প্রার্থীকে।
নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন